রাজধানীতে ফিটনেসবিহীন ৭০ হাজার গাড়ি: বিআরটিএর পরিচালককে তলব

রাজধানীতে ফিটনেসবিহীন ৭০ হাজার গাড়ি চলাচলের কারণ জানতে বিআরটিএর রোড সেফটি পরিচালক শেখ মোহাম্মদ মাহবুব-ই-রব্বানীকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ৩০ এপ্রিল তাকে আদালতে হাজির হয়ে এর ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

একটি ইংরেজি জাতীয় দৈনিকের প্রকাশিত প্রতিবেদন আমলে নিয় বুধবার (২৭ মার্চ) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, রাস্তায় প্রতিনয়ত দুর্ঘনা ঘটছে। অপরদিকে ফিটনেসবিহীন গাড়ি চলছে, আবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) থেকে গত ১০ বছর ধরে ফিটনেসের সার্টিফিকেট দেয়া হচ্ছে না। এসব কারণ ব্যাখ্যা করতে হবে ওই পরিচালককে।

 

 

 

 

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment