উপজেলা পরিষদ নির্বাচন নবাবগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে ভোটারদের বিভ্রান্ত করার অভিযোগ

উপজেলা পরিষদ নির্বাচন নবাবগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে ভোটারদের বিভ্রান্ত করার অভিযোগ

স্টাফ রিপোর্টার.

ঢাকার নবাবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী নাসির উদ্দিন আহমেদ ঝিলুর বিরুদ্ধে ভোটারদের বিভ্রান্ত করার অভিযোগ করেছেন আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাতেন মিয়া। সোমবার বিকেলে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন প্রার্থী আব্দুল বাতেন মিয়ার প্রতিনিধি ব্যারিষ্টার এনায়েত বাতেন। বর্ষিয়ান নেতা আব্দুল বাতেন মিয়া আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য। তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। অপরদিকে, নাসির উদ্দিন আহমেদ ঝিলু নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে আনারস প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, স্বতন্ত্র প্রার্থী নাসির উদ্দিন আহমেদ ঝিলু নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন। প্রচারণার শুরু থেকে সন্ত্রাসী বাহিনী দিয়ে নৌকা সমর্থক ও ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন। তারা সারা নবাবগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছবিসহ “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” লেখা সম্বলিত পোষ্টার ছিড়ে ফেলছে। আওয়ামীলীগ মনোনিত প্রার্থীর ভোটার ও সমর্থকদের ভয়ভীতি দেখাচ্ছে এবং কেন্দ্রে না যাওয়ার হুমকি দিচ্ছে। স্বতন্ত্র প্রার্থী হয়েও ব্যবহার করছেন “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” স্লোগান। আচরণবিধি লঙ্ঘন করে “জয় বাংলা, জিতবে এবার নৌকা” থিম সং নকল করে মাইকে প্রচার করছেন। তাছাড়া ‘নাসির উদ্দিন ঝিলু সমর্থক গোষ্ঠি’ নামে ফেসবুকে একটি পেইজ খুলে আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার ছবি সম্বলিত মিথ্যা ও মনগড়া বাণী প্রচার করছেন। যাতে জননেত্রী শেখ হাসিনা আওয়ামীলীগ প্রার্থীদের ভোট না দিয়ে স্বতন্ত্র প্রার্থীদের ভোট দেয়ার জন্য বলছেন। এছাড়াও অভিযোগের সাথে ফেসবুক পেইজের ছবি প্রিন্ট করে দেয়া হয়েছে। অভিযোগে এটিকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন বলে উল্লেখ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। আব্দুল বাতেন মিয়া অভিযোগের সত্যতা নিশ্চিত করে আগামীর সময়কে বলেন, দীর্ঘদিনের আওয়ামী রাজনীতির জীবনে দলের কঠিন দু:সময়েও আমি নেতাকর্মীদের পাশে ছিলাম। জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত অনুযায়ী আমাকে দলের চুড়ান্ত প্রার্থী করা হয়েছে। এধরণের আচরণ দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের সামিল। আমি প্রশাসনকে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছি। অভিযোগের ব্যাপারে জানতে চাইলে স্বতন্ত্র প্রার্থী নাসির উদ্দিন আহমেদ ঝিলু আগামীর সময়কে বলেন, তিনি দলে উপজেলার সাবেক সভাপতি আমি বর্তমান সভাপতি। দলের প্রতি আনুগত্য রেখেই নির্বাচন করছি। তাছাড়া প্রশাসনের নির্দেশনা অনুযায়ী নির্বাচন আচরণবিধি সম্মুন্নত রেখে প্রচারণা করছি। আর ফেসবুকে প্রচার সম্পর্কে আমি কিছু জানি না। তবুও বিষয়টি দেখবো। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন আগামীর সময়কে বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এ উপজেলায় আগামী ৩১ মার্চ ৪র্থ ধাপের নির্বাচনে ১০৭টি ভোট কক্ষে ভোটগ্রহন করা হবে। উপজেলার ১৪টি ইউনিয়নে ২ লাখ ৬১ হাজার ৭২৫ জন ভোটার রয়েছে। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ২৮ হাজার ৫০১ জন ও পুরুষ ভোটার ১ লাখ ৩৩ হাজার ২২৪ জন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment