খালেদা জিয়াকে অতি দ্রুত কেরাণীগঞ্জ কারাগারে স্থানান্তর করা হবে : সরাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়াকে অতি দ্রুত কেরাণীগঞ্জ কারাগারে স্থানান্তর করা হবে : সরাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়াকে অতি দ্রুত কেরাণীগঞ্জ কারাগারে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন সরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এসময় তিনি আরও বলেন, বিএনপির বা পরিবারের পক্ষ থেকে খালেদা জিয়াকে প্যারোলে মুক্তির ব্যাপারে কোন ধরণের আবেদন সরকারের কাছে আসেনি।

বুধবার (২৭ মার্চ) সাভারে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘বিএনপি চেয়ারপার্সন বেগম জিয়াকে ঝুঁকিপূর্ণ পুরোনো নাজিম উদ্দিন রোডের কারাগার থেকে কেরানীগঞ্জের নতুন কারগারে স্থানান্তরিত করা হবে। এটা আরও আগেই করা হত, তবে অতি দ্রুতই করা হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শর্ত সাপেক্ষে বেগম খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি দিয়ে বিদেশ পাঠানো হচ্ছে এমন গুঞ্জনের ভিত্তি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এমন খবর জানা নেই। তবে বিএনপির তরফ থেকে বা পরিবারের পক্ষ থেকে কেউ এখন পর্যন্ত কোনো প্রস্তাব সরকারের কাছে দেয়নি প্যারোলের মুক্তির বিষয়ে। তাছাড়া বেগম খালেদা জিয়া দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি হিসেবে কারাগারে রয়েছেন। তাকে প্যারোলে মুক্তি পেতে হলেও আদালতের মাধ্যমেই আসতে হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে বিএনপি রাজনীতির নামে সন্ত্রাসী কর্মকাণ্ড কায়েম করে ছিল বলেই জনগণ তাদের প্রত্যাখান করেছে বলেও জানান তিনি।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment