ঢাকা লিগের উইকেট,আন্তর্জাতিক ক্রিকেটের কাছাকাছি নয়: মাশরাফি

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের উইকেট, ক্রিকেটের ইন্টেন্ট আন্তর্জাতিক ক্রিকেটের কাছাকাছি নয় বলে মনে করেন মাশরাফি বিন মুর্তজা। মঙ্গলবার(২৬মার্চ) তিনি বলেন, আমি অনেকবার দেখেছি যে এখানে কেউ দিনের পর দিন সেঞ্চুরি করেও আন্তর্জাতিক ক্রিকেটে গিয়ে ধুঁকেছে। এখানে অনেকে রান করে বা উইকেট পেয়ে ওখানে ভালো করতে পারে না।

বাংলাদেশের বিশ্বকাপ দল অনেকটাই প্রস্তুত। কে কে থাকতে পারেন তা মোটামুটি পরিষ্কার। ২-১টি পরিবর্তন হতে পারে। তবে প্রিমিয়ার লিগে সাইফ হাসান, এনামুল হক বিজয়রা রানের বণ্যা বইয়ে দিলেও তাদের বিশ্বকাপ দলে থাকার সম্ভাবনা কম। মাশরাফি বললেন, দল নির্বাচন আমার হাতে নেই। দলে যে ১৫ জনই আসুক না কেন, তারা পারফর্ম করে আসছে কিনা, সেটি বিষয় নয়। আমাদের মূল ফোকাস থাকবে আয়ারল্যান্ড সিরিজ এবং বিশ্বকাপে দল হিসেবে কেমন করছি, সেটি। যারা রান করছে বা ভালো করছে, সেটি নির্বাচক প্যানেল ঠিক করবে যে কাকে নেবে, কাকে নেবে না।

 

 

 

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment