নিয়ামতপুরে মন্দিরের তালা ভেঙ্গে স্বর্ণালঙ্কারসহ দুটি মূর্তি চুরি

স্টাফ রিপোর্টার, নওগাঁঃ

নওগাঁর নিয়ামতপুরে প্রায় শত বছরের পুরাতন রাধা গোবিন্দ মন্দিরের তালা ভেঙ্গে স্বর্ণা দুইটি গোপাল মূর্তি চুরি করে নিয়ে গেছে। সোমবার রাতে উপজেলার ভাবিচা ইউনিয়নের ভাবিচা গ্রামের সার্বজনীন শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দিরে এই চুরির ঘটনা ঘটেছে। ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি জানাজানি হলে নব- নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, অফিসার ইনচার্জ তোরিকুল ইসলাম ডিষ্ট্রিক স্পেশাল ব্রাঞ্চ (ডিএসবি) সিদ্দিকুর রহমান পরিদর্শণ করেন। জানা গেছে, উপজেলার ভাবিচা গ্রামের সার্বজনীন শ্রীশ্রী দূর্গা মন্দিরের পাশেই শত-শত বছর আগে থেকে বাপ- দাদার আমল থেকে সেখানে একটি গাছের গোড়ায় মাটির মন্ডবে একদিন গোপাল পূর্জ- অর্চনা করা হতো। তবে প্রায় বিশ বছর আগে শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দির অবস্থিত নির্মাণ করা হলে প্রতিদিন সকাল ও সন্ধ্যায় গ্রামের হিন্দু সম্প্রদায়ের লোকজন পূজা-অর্চনা করেন। মন্দির পরিচালনা কমিটির সভাপতি শ্যামল কৃষ্ণ রায় জানান, মঙ্গলবার ভোর ৫টায় যখন গ্রামের

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment