চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৮

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ অন্তত আটজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার চুনতির জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে। আহত যাত্রীদের উদ্ধার করে চকরিয়া ও কক্সবাজারের হাসপাতালে নেওয়া হয়েছে।

দুর্ঘটনার নিহতদের তথ্য নিশ্চিত করে চকরিয়ার চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আমান উল্লাহ বলেন, চুনতির জাঙ্গালিয়া এলাকায় দুর্ঘটনার খবর শুনে সেখানে পুলিশ গেছে। বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ মাইক্রোবাসের আটজন যাত্রী নিহত হয়েছেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment