চুয়াডাঙ্গার জীবননগরে নিরাপদ সড়কের দাবীতে ও সড়ক দূর্ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসুচী পালিত

মামুন মোল্লা, চুয়াডাঙ্গা:-(২৮/০৩/১৯)

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুরে সড়কে মৃত্যুর মিছিল যেন থামছে না। গত ২৫ মার্চ সোমবার বিকাল ৫ টার দিকে বেপড়োয়া ড্রাইভারের দ্রুতগামী একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে সড়ক দূর্ঘটনায় প্রান হারায় দ্বীতিয় শ্রেনীর স্কুল ছাত্রী জুই খাতুন। এরই প্রতিবাদে একঘন্টার জন্য চুয়াডাঙ্গা- যশোর মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয় ক্ষুদ্ধ এলাকাবাসী। এসময় উত্তপ্ত জনতাকে শান্ত করার জন্য জীবননগর উপজেলা নির্বাহী অফিসার জনাব সিরাজুল ইসলাম ও জীবননগর থানার অফিসার ইনচার্জ শেখ গনি মিয়া সকলকে আশ্বস্ত করেন। এবং জনগনের দাবী মেনে নেন। কিন্তু তাদের দাবী পুরন না হওয়ায় বৃহস্পতিবার সকাল ১১টায় মনোহরপুর বাসস্টান্ড চত্বরে মহাসড়কের দুপাশে দাড়িয়ে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা নিরব মানববন্ধন করেন। মানববন্ধনের সভাপতিত্ব করেন মনোহরপুর ইউনিয়ন যুবলীগ নেতা তারিক হাসান। বক্তব্য রাখেন জীবননগর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম- সাধারন সম্পাদক এ্যাড আকিমুল ইসলাম, সাধারন ছাত্রছাত্রীদের পক্ষ থেকেবক্তব্য রাখেন কাওসার, হিরো, শিমুল রিফাত, শাকিল, সৌখিন, মারিয়া। মানববন্ধনে বক্তারা বলেন আর এভাবে সড়কে মৃত্যুর মিছিল নয়। নিরাপদ সড়ক সহ রোড ডিভাইডার ও রাস্তা পারাপারে জেব্রা ক্রসিংসহ স্পীডবেকার নির্মান করতে হবে। এবং জুই হত্যাকারী বেপরোয়া গাড়ি চালকের বিচারের দাবী জানান। উল্লেখ্য ২০০০ সাল থেকে বর্তমান পর্যন্ত ৩৮ টি দূর্ঘটনায় ঘটে একশোরও অধিক মানুষের প্রানহানি ঘটে । কর্তৃপক্ষকে জানানোর জন্য পরও কোন রকম নিরাপদ সড়কের জন্য ব্যবস্থা গ্রহন করা হয়নি। এলাকাবাসীর দাবী সড়কে দ্রুত রোড ডিভাইডার সহ দুটি স্পীড বেকার নির্মান করা হলে সড়কে দূর্ঘটনার পরিমান কমে যাবে। এলাকাবাসীর এ দাবী মেনে না নিলে লাগাতার কর্মসুচী গ্রহন করবে বলে জানান তারা।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment