ভয়াবহ আগুন, আটকে পড়াদের যেভাবে উদ্ধার করা হচ্ছে

ভয়াবহ আগুন, আটকে পড়াদের যেভাবে উদ্ধার করা হচ্ছে

রাজধানীর বনানীর ১৭ নম্বর বহুতল এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো আটকে পড়ে আছেন অনেক মানুষ। ভবনের গ্লাস ভেঙে আত্মরক্ষার জন্য আকুতি করছে অনেকেই। আবার কেউ কেউ ভবনের ভেতর থেকে ভিডিও ধারণ করে পরিচিতদের মধ্যে পাঠিয়ে দিচ্ছেন ট্যাগও করছেন। সবার আকুতি এখন একটাই আমাদের দ্রুত বের করুন, বাঁচান।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে এফ আর টাওয়ারের ৯ম তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন।

এদিকে ঘটনাস্থলে ফায়াস সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করছে। প্রথমে ৬ জনকে উদ্ধার করা হলেও এখন প্রতি মূহুর্তে অনেক মানুষকে ক্রেনের মাধ্যমে নামানো হচ্ছে। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ভবনের উপর থেকে কাগজ ছুড়ে, কাপড় ছুড়ে আটকে পড়া মানুষরা দৃষ্টি আকর্ষণ করছেন। ল্যাডার বা মইয়ের জন্য অনেকেই এই দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। ফায়ার সার্ভিসের ক্রেন দিয়েও উদ্ধারের চেষ্টা চলছে।

জানা যায়, এই ভবনে অফিস, রেস্তরাঁসহ বেশ কিছু প্রতিষ্ঠান আছে। অফিসের কর্মী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন ধরণের মানুষ আছে বলে ধারণা করা হচ্ছে।

ভবনের ওপরে হেলিকপ্টার টহল দিচ্ছে এবং পানি ছিটাচ্ছে। বৃহস্পতিবার বেলা পৌনে একটার দিকে এই আগুন লাগে। কিছুটা নিয়ন্ত্রণে আসার পর আবারও তা বেড়ে যায়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment