মোবাইল দিয়ে আগুন নেভাতে দেখেছেন কখনো?

মোবাইল দিয়ে আগুন নেভাতে দেখেছেন কখনো?

Globe aire ac

রাজধানীর বনানীতে এফআর টাওয়ার নামের ২২ তলা একটি ভবনে আগুন লেগেছে। এফ আর টাওয়ার নামে ওই ভবনটিতে আটকা পড়েছেন অনেকে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিস। উদ্ধারকাজে যোগ দিয়েছে নৌ ও বিমানবাহিনীর সদস্যরাও। আটকা পড়াদের সেনাবাহিনীর হেলিকপ্টার দিয়ে উদ্ধার করা হচ্ছে।

কিন্তু ভবনের সামনের রাস্তায় হাজার হাজার মানুষ ভিড় করে আগুন দেখছে। মোবাইল ফোনে ভিডিও করছে, ছবি তুলছে। ফায়ার সার্ভিসের গাড়ি, অ্যাম্বুলেন্স, পানির গাড়িকে সেই ভিড়ি ঠেলে যেতে হচ্ছে।

এমন অশালীন ঘটনার সমালোচনা করছেন সচেতন মানুষরা। বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ এমন ঘটনার তীব্র সমালোচনা করেছে।

নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘নিমতলী, রানা প্লাজা, চকবাজারের পর আরো একটি বড় দুর্ঘটনা বনানীর এফআর বিল্ডিংয়ের নিচে জনতার ভিড়ে ফায়ার সার্ভিস ইউনিট যেতে পারছে না ঠিকঠাক সময়মতো জায়গায়। দূর থেকে পানি দিতে হয়েছে।’

‘একদিকে আগুনে গ্লাস ভেঙে পড়ছে। ভেতরের মানুষগুলো বাঁচার আকুতি করে যাচ্ছেন। কেউ কেউ লাফ দেওয়ার চেষ্টা করছেন ৯ বা ১০ কিংবা ১১ তলা থেকে। আর অপরদিকে সবাই মোবাইল নিয়ে রেডি। কে কার থেকে ভালো অ্যাঙ্গেলে ফুটেজ নিতে পারে সেই প্রতিযোগিতা।’

‘যেখানে সবাই পানি নিয়ে সাহায্য করার কথা তারা সবাই দাঁড়িয়ে ভিডিও করছেন। দায়িত্বটা কি শুধুই প্রশাসন বা দায়িত্বরত বাহিনীদের আমরা নাগরিক হিসেবে মানবতা কি হারিয়ে যাচ্ছে!’

তবে যারা ইমারজেন্সি লেন তৈরি করে সাহায্য হাত বাড়িয়েছেন তাদের সাধুবাদ জানাতে ভোলেননি মিরাজ। একই সঙ্গে স্মরণ করিয়ে দিয়েছেন, কেউ যেন বাজেভাবে কথা না বলেন। \\

তিনি বলেন, ‘এবার হতে শিক্ষা নেই সামনে যেন নাগরিক হিসেবে মানবতার হাত প্রসারিত হয়, নিহতদের আত্মার মাগফেরাত কামনা করছি। সাথে আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক। মহান সৃষ্টিকর্তা আমাদের হেফাজত করুক।’

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment