ঝিনাইদহে গ্রামের কাগজের ২০ তম জন্মদিন পালিত

 ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে দক্ষিন-পশ্চিমাঞ্চলের সেরা দৈনিক গ্রামের কাগেজের ২০তম জন্মদিন পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে স্থানীয় শহরের প্রেসক্লাব থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে প্রেসক্লাবে এসে শেষ হয়। এ সময় প্রেসক্লাবের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রেসক্লাবের সভাপতি এম রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার হাসানুজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান ও গ্রামের কাগজ পাঠক ফোরামের উপদেষ্টা কনক কান্তি দাস, র‌্যাবের কোম্পানী কমান্ডার মাসুদ আলম, উপজেলা নির্বাহী অফিসার শাম্মি ইসলাম, পরিবার-পরিকল্পনার উপ-পরিচালক ডাঃ জাহিদ আহমেদ, সদর থানার ওসি মিজানুর রহমান খান, জেলা তথ্য অফিসার আবু- বক্কর, কালচারাল অফিসার জসিম উদ্দিন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহমুদ হাসান টিপুসহ অনেকে। আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন গ্রামের কাগজের স্টাফ রিপোর্টার রাজিব হাসান। পরিচালনা করেন প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক নিজাম জোয়ারদার বাবলু। এ সময় সরকারী-বে-সরকারী বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ সাংষ্কৃতিক ব্যাক্তিত্বসহ বিভিন্ন সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অতিথিরা বলেন, গ্রামের কাগজ হাটি হাটি পা পা করে ২০ বছরে চলে এসেছে। গ্রাম-গঞ্জ শহরসহ সকল পর্যায়ের মানুষের কথা বলে আজ এ অঞ্চলের সেরা কাগজে পরিণীত হয়েছে। পত্রিকাটি মানুষের নানা উন্নয়ন, দুর্নীতি অনিয়মের কথা বলে সবার মনে স্থান করে নিয়েছে। যার কারনে পত্রিকাটির সাফল্য কামনা করেন। আলোচনা সভা শেষে অতিথিরা কেক কেটে জন্মদিন পালন করেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment