দোহারে পৌরসভার কর শিথিলের দাবিতে স্বারকলিপি প্রদান।। অফিস ভাংচুর

মাহবুবুর রহমান টিপু,দোহার(ঢাকা) প্রতিনিধি:

দোহার পৌরসভায় অতিরিক্ত কড় আদায়ের প্রতিবাদে পৌরসভা কার্যালয় ঘেড়াও করে স্বারকলিপি প্রদান করেন। এ সময়ে অতি উৎসাহি কিছু লোক পৌর কার্যালয় ভাংচুর চালায়। শেষে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। গতকাল বুধবার সকাল সাড়ে ১১টার দিকে দোহার পৌরসভার ১,২ ও ৩ নং ওয়ার্ড পৌরবাসীরা অতিরিক্ত কড় আদায়ের প্রতিবাদে পৌরসভা কার্যালয় ঘেড়াও করে এবং দোহার পৌর মেয়র আ.রহিমের নিকট স্বারকলিপি প্রদান করেন।মেয়র কার্যালয়ে স্বারকলিপি প্রদানকালে নীচে অবস্থানরত অতি উৎসাহি কিছু লোক পৌর কার্যালয়ের নীচতলারু অফিসের জানালার কাচ ভাংচুর ও সারিবদ্ধ ফুলের টপে ভাঙচুর চালায়।সংবাদ পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।এ ঘটনায় পৌরসভা কার্যালয়ে আতংক বিরাজ করছে। দোহার পৌরসভার প্রধান প্রকৌশলী মুশফিকুর রহমান জানান, পৌরসভার ১,২ ও ৩ নং ওয়ার্ডের বাসিন্দাদের ভুলভাল বুঝিয়ে কিছু স্বার্থবাদী লোক তাদের স্বার্থ হাসিলের জন্য পৌরবাসীদের ফুসকে দিয়ে পৌরসভার কার্যালয় ঘেরাও করেন।সংবাদ পেয়ে মেয়র আ.রহিম সহ আমরা পৌরকর্মকর্তারা তাদের দাবী জানতে চাইলে তারা আমাদেও কাছে একটি স্বারকলিপি প্রদানকালে অতি উৎসাহি কিছু লোক পৌর কার্যালয় ভাংচুর চালায়। শেষে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।তিনি আরও বলেন, সরকারী ভাবে আমার কার্যালয় পরিচালনার জন্য পর্যাপ্ত অর্থ পাই না। জনগনের সুবিধার দিকে তাকিয়ে তাদের যান- মালের নিরাপওা, সুযোগ-সুবিধার জন্য বেশ কিছু জনবল নিয়োগ দেওয়া হয় তাদের বেতনাদি পৌরসভাই বহন করে। পাশাপাশি পৌর কর্তৃপক্ষ কর্তৃক পৌরবাসীর পানি নিস্কাশনের জন্য পৌর এলাকায় ড্রেন, লাম্পপোষ্ট সহ সার্বিব সুবিদা প্রদান কওে থাকি। এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সাজ্জাদ হোসেন জানান, বুধবার মেয়র কার্যালয়ে স্বারকলিপি প্রদানকালে নীচে অবস্থানরত অতি উৎসাহি কিছু লোক পৌর কার্যালয়ের নীচতলারু অফিসের জানালার কাচ ভাংচুর ও সারিবদ্ধ ফুলের টপে ভাঙচুর চালায়।সংবাদ পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এ বিষয়ে দোহার উপজেলা পরিশদেও চেয়ারম্যান মো.আলমগীর হোসেন জানান, অতি উৎসাহি কিছু লোকদেও খুজে বের করা হবে এবং আইনের আওতায় আনা হবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment