বগুড়ার শেরপুরে ইট ভাটার রাজস্ব না পেয়েট্রলি আটক

শেরপুর(বগুড়া)প্রতিনিধি

বগুড়ার শেরপুরের আমিনপুর এলাকায় জেএসবি ইট ভাটার সরকারিরাজস্ব বাকি থাকায় ভাড়া বহনকারি ট্রলি আটক করেছে বগুড়াকাস্টমস্ধসঢ়;, এক্সাইজ এন্ড ভ্যাট সার্কেল-২ এর সহকারি রাজস্বকর্মকর্তা। ট্রলির মালিকরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জিবনযাপন করছেন।জানা যায়, উপজেলার ভবানীপুর ইউনিয়নের আমিনপুর গ্রামেরআব্দুস ছোবাহান আমিনপুর এলাকায় জেএসবি নামের ইট ভাটাদিয়ে ব্যবসা করে আসছে। ব্যবসা করে আসলেও ওই ইট ভাটারমালিক আব্দুস ছোবাহান ভ্যাটের ৩লাখ ৯৬ হাজার টাকার মধ্যে ১লাখ ৬০ হাজার টাকা পরিধোধ করেন। কিন্তু বাকি ২ লাখ ৩৬ হাজারটাকা পরিশোধ না করেই অবৈধভাবে ইট বিক্রি করে আসছেন। এসময় বগুড়া কাস্টমস্ধসঢ়;, এক্সাইজ এন্ড ভ্যাট সার্কেল-২ এর সহকারিরাজস্ব কর্মকর্তা মো. হেলাল হোসেন খবর পেয়ে গত ২০ মার্চবিক্রিত ইট ক্রেতার ভাড়া করা ট্রলিযোগে কুসুম্বি ইউনিয়নেরবাগড়া গ্রামের ফরিদুলের ও গত ৯ মার্চ আমিনপুর গ্রামেরইমানের বাড়িতে নিয়ে যাওয়ার সময় পথের মধ্যে আশরাফুলের ট্রলিহামছায়াপুর কাঠালতলা এবং ফেরদৌসের ট্রলি আমিনপুর এলাকাথেকে আটক করেন। ট্রলি আটক করার ফলে তাদের রোজগার বন্ধ হওয়ায়পরিবার পরিজন নিয়ে মানবেতর জিবন-যাপন করছেন।ট্রলির মালিক ফেরদৌস জানান- এনজিও থেকে ৯০ হাজার টাকা ঋণনিয়ে ট্রলিটি কিনেছি। বিভিন্ন জায়গায় ভাড়া খেটে যেটাকা আয় হয় তা দিয়ে এনজিও’র কিস্তি এবং সংসার চালাই।এ ব্যাপারে বগুড়া সার্কেল-২ এর সহকারি রাজস্ব কর্মকর্তা মো.হেলাল হোসেন বলেন-ভ্যাট পরিশোধ না করায় ভাটা এবং ভাটারভিতরের পণ্য অবৈধ। আর অবৈধ পণ্য বহনকারি পরিবহনটিও অবৈধহিসাবে আটক করা হয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment