রাণীনগরে ভিক্ষুকদের মাঝে ছাগল-মুরগি বিতরণ

স্টাফ রিপোর্টার, নওগাঁঃ

নওগাঁর রাণীনগরের কালীগ্রাম ইউনিয়নে ২৫ জন ভিক্ষুককেপূর্ণবাসন করার লক্ষ্যে ছাগল, মুরগি, মুরগি রাখার ঘর ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।এছাড়া দুই জন ভিক্ষুককে দোকান ঘর ও বিভিন্ন পণ্যসামগ্রী দেওয়া হয়। উপজেলাপ্রশাসনের আয়োজনে কালীগ্রাম ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় অত্রইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলু মন্ডলের সভাপতিত্বে বিতরণঅনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আলমামুন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) টুকটুক তালুকদার, রাণীনগরথানার অফিসার ইনচার্জ এএসএম সিদ্দিকুর রহমান, কাশিমপুর ইউনিয়ন পরিষদেরচেয়ারম্যান মকলেছুর রহমান বাবু, কালীগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিছুররহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মেহেদি হাসান, ভিক্ষুক মুনছুর রহমানপ্রমুখ। অনুষ্ঠানে ২৫ জন ভিক্ষুকের মধ্যে ২৩ জনকে তিনটি করে ছাগল, দশটি করেমুরগি, মুরগি রাখার একটি করে ঘর এবং পরিচর্যা করার জন্য প্রত্যেককে নগদ একহাজার টাকা প্রদান করা হয়। এছাড়া দুই জনকে একটি করে দোকান ঘর ও দোকানেরমালামাল হিসেবে বিভিন্ন পণ্যসামগ্রী প্রদান করা হয়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment