৫ম উপজেলা পরিষদ নির্বাচন নবাবগঞ্জ ও দোহারে কড়া নিরাপত্তায় শন্তিপূর্ণ ভোটগ্রহন সম্পন্ন

 নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি. ৪র্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ঢাকার নবাবগঞ্জ ও দোহার উপজেলায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়েছে। সূত্র জানায়, রোববার ঢাকার নবাবগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নে ১০৪টি ভোটগ্রহন কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়েছে। সকালের দিকে কেন্দ্র গুলোতে মহিলা ভোটার উপস্থিতি দেখা যায়। দুপুরে দিকে ভোটারদের উপস্থিতি ছিল তুলনামূলক কম। শেষ দিকে বিকালে কেন্দ্র গুলোতে কিছু পুরুষ ভোটার উপস্থিতি দেখা গেছে। নবাবগঞ্জ উপজেলায় মোট ভোটার সংখ্যা দুই লাখ ৬১ হাজার ৭শ’ ২৫জন। নবাবগঞ্জে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী আব্দুল বাতেন মিয়া (নৌকা), স্বতন্ত্র প্রার্থী নাসির উদ্দিন আহমেদ ঝিলু (আনারস) ও স্বতন্ত্র প্রার্থী আব্দুর রাজ্জাক মোল্লা (দোয়াত কলম) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। এ উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১১জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অপরদিকে, দোহার উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় ৭৫টি ভোটগ্রহন কেন্দ্রে রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়েছে। তবে ভোটার উপস্থিতি ছিল তুলনামূলক কম ছিল। দোহার উপজেলায় মোট ভোটার সংখ্যা এক লাখ ৭৮ হাজার ২শ’ ৮০জন। এ উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment