গুলশানের ডিএনসিসি মার্কেটে আজও বের হচ্ছে ধোঁয়া

রাজধানীর গুলশান-১ এ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মার্কেটের কিছু দোকান থেকে আজও ধোঁয়া বের হতে দেখা গেছে। ওই মার্কেটের এক ব্যবসায়ীর ভাষ্য, পুড়ে যাওয়া একটি দোকানে আজ রোববার দুপুরে আবার দাউ দাউ করে আগুন জ্বলে উঠেছিল। তবে ফায়ার সার্ভিসকে খবর না দিয়ে নিজেরাই পানি দিয়ে নিভিয়ে ফেলেছেন তারা। গতকাল শনিবার সকালে ডিএনসিসি মার্কেটে লাগা আগুনে দুই শতাধিক দোকান পুড়ে ছাই হয়েছে।

আজ বিকেল সাড়ে চারটার দিকে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট আবারও গুলশান ডিএনসিসি মার্কেটে গেছে।

সেই ফায়ার ইউনিটের গ্রুপ লিডার মাহাতাব উদ্দিন দৈনিক আমাদের সময় অনলাইনকে বলেন, ‘গুলশানের আগুন নিয়ন্ত্রণে আনার পরে গতকাল রাতে আমরা প্রায় তিন ঘণ্টা ধরে আবারও পুড়ে যাওয়া বিভিন্ন দোকানে পানি ঢেলেছি। কারণ অনেক দোকান থেকে ধোঁয়া বের হচ্ছিলো। আজ আবারও কিছু কিছু যায়গায় ধোঁয়া বের হচ্ছে বলে খবর এসেছে। সে জন্যে আমাদের একটি ইউনিট গেছে।’

ওই মার্কেটের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ফকির আহমেদও ধোঁয়া বের হবার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘এক সিকিউরিটি গার্ড জানালো দুপুরে পুড়ে যাওয়া একটি দোকানে আবারও আগুন ধরেছিল। পরে নিজেরাই তা পানি ঢেলে নিভিয়েছে। সেখান থেকেও ধোঁয়া বের হচ্ছে।’

গতকাল শনিবার সকাল পৌনে ৬টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করে। এরপর সকাল পৌনে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে গত বৃহস্পতিবার ঢাকার বনানীতে এফ আর টাওয়ারে আগুন লেগে ২৬ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও ৭০ জন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment