২রা এপ্রিল কেরানীগঞ্জে পালিত হল গণহত্যা দিবস

 মোঃ মাসুদ ( কেরানীগঞ্জ ) প্রতিনিধি।

২রা এপ্রিল কেরানীগঞ্জে গণহত্যা দিবস উপলক্ষে আজ সকাল থেকে কেরানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জিনজিরার ( মনু বেপারির ঢালে ) অবস্থিত স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন । আজ ২ রা এপ্রিল ( রোজ মঙ্গলবার ) কেরানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক শাহীন আহমেদের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী এসময় স্মৃতিসৌধে ফুল দিয়ে ২রা এপ্রিলের গণহত্যায় নিহত সকল শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানান। ১৯৭১ সালের আজকের এই দিনে পাক সেনা ও তাদের দোসরদের ভয়াল থাবায় লন্ডভন্ড হয়েছিল কেরাণীগঞ্জ। ২রা এপ্রিল কেরাণীগঞ্জে অনেকেই হারিয়েছে তাদের সন্তানকে কেউ বা হারিয়েছে স্বামী আবার অনেক মা বোন হারিয়েছে তাদের ইজ্জত। স্বাধীনতার দীর্ঘ ৪৮ পেরিয়ে গেছে এখনো অনেকেই তাদের আপনজনদেরকে হারিয়ে শুধু তাদের স্মৃতিগুলো নিয়ে বেঁচে আছে। সারদেশে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ ও লক্ষ লক্ষ মা বোনদের ইজ্জত এবং লক্ষ লক্ষ শহীদদের জীবনের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। সারাদেশে পাশাপাশি পাকিস্তানী হায়েনারা ২রা এপ্রিল কেরাণীগঞ্জ বাসীর ওপর ঝাপিয়ে পরে অগনিত মানুষকে পাখির মত হত্যা করে, ঘুমন্ত মানুষের বাড়ি ঘর আগুন দিয়ে জালিয়ে দেয় সে রাতেই তারা কেরানীগঞ্জ বিভিন্ন এলাকায় গণহত্যা চলায়। ২রা এপ্রিল কেরাণীগঞ্জের সকল শহীদদের স্মরনে জিনজিরা মনুবেপারীর ঢালে নির্মাণ করা হয়েছে একটি স্মৃতি সৌধ, প্রতি বছরের এই দিনে কেরাণীগঞ্জের প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ,অরাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, স্কুল-কলেজের শিক্ষার্থীরা,সাংবাদিক-বুদ্ধিজীবি,সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনগুলো ফুল দিয়ে শ্রদ্ধার সাথে সরণ করা সহ বিভিন্ন স্থানে আলোচনা সভা, মিলাদ-মাহফিল,দোয়া-মেনাজাত ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয় । প্রতি বছরের মত এবছরও কেরানীগঞ্জের বিভিন্ন স্থানে কোরআন খানি, দোয়া মাহ্ফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এছাড়াও আরো ফুল দিয়ে শুভেচ্ছা জানায় ঢাকা জেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জিনজিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাকুর হোসেন সাকু,দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি মিরাজুর রহমান সুমন, সাধারন সম্পাদক রমজান আলী (মেম্বার),মডেল কেরানীগঞ্জ থানা সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ রাসেল সহ আরো অনেক নেতাকর্মী এসময় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment