জগন্নাথপুরে শিশুপুত্র সোইয়াবুরকে হত্যার দায়ে মাসহ দুইজনের মৃত্যুদণ্ড

 মোঃ হুমায়ুন কবীর ফরীদি,জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের জগন্নাথপুরে শিশু পুত্র সোইয়াবুর(১১)কে হত্যার দায়ে মা সহ দুজনকে মৃত্যুদণ্ডের রায় প্রদান করা হয়েছে। একই সঙ্গে তাদের দুজনকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।২রা এপ্রিল মঙ্গলবার সুনামগঞ্জের অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এই রায় প্রদান করেছেন । দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন-সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন এর চিতুলিয়া গ্রাম নিবাসী মোঃ বারিক মিয়া ও মোছাঃ সিতারা বেগম(সোইয়াবুর)। রায় ঘোষণার সময় বারিক মিয়া আদালতে উপস্থিত ছিলেন। তবে সিতারা বেগম পলাতক রয়েছেন। এ মামলার অারেক আসামি শিশু হওয়ায় তার বিচার শিশু আদালতে বিচারাধীন রয়েছে । জানাযায়, জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন এর চিতুলিয়া গ্রামের সৌদিআরাব প্রবাসী মোঃ রফিকুল ইসলামের স্ত্রী সিতারা বেগম এর সঙ্গে একই এলাকার মোঃ বারিক মিয়ার অবৈধ সম্পর্ক ছিল। বারিক মিয়া রফিকুলের চাচাতো ভাই। রফিকুল ইসলাম প্রবাসে থাকার সুবাদে সিতারা বেগম ও বারিক মিয়ার পরকীয়া প্রেমের সর্ম্পক বাঁধাহীনভাবে চলতে থাকে। সিতারা বেগমের ১১ বছর বয়সী শিশু পুত্র সোয়াইবুর রহমান তার মা ও মায়ের প্রেমিককে অনৈতিক কাজে দেখে পেলে। বিষয়টি বাবাকে জানিয়ে দেবে বলে মাকে জানায়। এতে বারিক ও সিতারা সোয়াইবুরকে হত্যার পরিকল্পনা করেন।২০১২ সালের ১৪ অক্টোবর সন্ধ্যার দিকে তাকে হত্যা করে স্থানীয় একটি মাদ্রাসার টয়লেটের ট্যাংকে ফেলে দেওয়া হয়। ঘটনার পরের দিন নিহতের চাচাতো ভাই হামজা মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।পুলিশ ঘটনার তদন্ত শেষে ২০১৩ সালের ১৫ মার্চ আদালতে অভিযোগ পত্র দাখিল করে । মামলার বাদী পক্ষের আইনজীবি ছইল হোসেন জানান, আদালতের রায়ে আমরা সন্তুষ্ট। অপর দিকে আসামী পক্ষে আইজীবি রুহুল আমিন জানান, এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment