নবাবগঞ্জে বারূণী স্নান অনুষ্ঠিত

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সনাতন (হিন্দু) ধর্মাবলম্বীদের ধর্মীয় আচার বারূণী স্নান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে উপজেলার আগলা তীর্থঘাটের ইছামতি নদীতে এ  স্নান অনুষ্ঠিত হয়। সনাতন ধর্ম মতে মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথির সময় অনুযায়ী অনুষ্ঠান করা হয়। এলাকাবাসী এর আয়োজন করেন। সকাল ৮টা থেকে আগলা তীর্থঘাটের পূণ্যার্থীদের আগমন ঘটে। মুহুর্তে কয়েক হাজার লোকের সমাগম ঘটে। স্নান শেষ করে আসা পূণ্যার্থীদের এলাকাবাসীর পক্ষ থেকে খাবার দিয়ে আপায়ন করা হয়। সেবায়েত ডা. রতন সাহা, সুভাস চন্দ্র শীল, মদন সরকার, রতন সাহা, পরেশ মন্ডল জানান, প্রায় ৩শ’ বছর আগে থেকে এই ঘাটে বারূণী স্নান অনুষ্ঠিত হয়ে আসছে। এলাকার ঐতিহ্য ধরে রাখতে এলাকার প্রবাসী সহ সব ধর্মের লোকের আর্থিক সহযোগীতা রয়েছে। আগলা ইউপি চেয়ারম্যান আবেদ হোসেন, সাবেক শিক্ষক সোহরাব হোসেন, সমাজসেবক আব্দুল মান্নান, আব্দুর রহিম জানান, এ ঘাটে বছরে একদিনই এ অনুষ্ঠান হয়। আমরা এলাকাবাসী হিসেবে তাদের সব ধরনের সহায়তা করি।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment