ভারতের কারণে বিপদ দেখছে নাসা

ভারত সম্প্রতি ক্ষেপণাস্ত্র দিয়ে উপগ্রহ ধ্বংস করে যে নজির স্থাপন করেছে, এতে বরঞ্চ বিপদই দেখছে যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ গবেষণা সংস্থা।  নাসা বলছে, ‘মিশন শক্তি’ নামে ওই কার্যক্রমের মাধ্যমে ভারত ‘ভয়াবহ কাজ’ করেছে, যে কারণে মহাকাশ স্টেশনের ঝুঁকি বেড়েছে ৪৪ শতাংশ।

নাসার প্রশাসক জিম ব্রাইডেনস্টাইন দাবি করছেন, ক্ষেপণাস্ত্রের আঘাতে উপগ্রহটি ৪০০ টুকরো হয়েছে। এসব মহাকাশের জন্য খুবই ‘বিপজ্জনক’। তিনি আরও বলেন, ‘৬০টি টুকরো পাওয়া গেছে। এগুলো ১০ সেমি বা তারও বেশি বড়। এদের মধ্যে ২৪টি রয়েছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কক্ষপথে।’

ব্রাইডেনস্টাইন যোগ করেন, ‘একটা দেশ যখন এমনটা করল, তাদের দেখাদেখি অন্য দেশগুলোও এ ধরনের অপারেশন করতে চাইবে- এটি গ্রহণযোগ্য নয়।’ ভারতের আগে মাত্র তিন দেশ ক্ষেপণাস্ত্র দিয়ে উপগ্রহ ধ্বংস করার সাফল্য অর্জন করেছে। সবার প্রথমে স্বয়ং যুক্তরাষ্ট্রই। এর পর রাশিয়া ও চীন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment