দুধকুমার নদে দৈত্যাকার বাঘাইড়!

আজ রবিবার ভোরে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় দুধকুমার নদে জেলেদের জালে ৪১ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি দৈত্যাকার বাঘাইড় মাছ ধরা পড়েছে।

দুধকুমার নদের সোনাহাট ব্রীজের কাছে রফিকুল ইসলাম নামের এক জেলের জালে মাছটি আটকা পড়ে।

খোঁজ নিয়ে জানা যায়, জালে আটকা পড়ার পর তীরে তুলতে না পারায় জেলেরা স্থানীয় লোকজনের সহায়তায় মাছটি ওপরে তোলে। পরে মাছটি ১ হাজার ১০০ টাকা কেজি দরে বিক্রি করা হয়।

জেলে রফিকুল ইসলাম জানান, বড় মাছ ধরতে পারায় তিনি ভীষণ খুশি। তার জালে এই প্রথম এতো বড় বাঘাইড় মাছ ধরা পড়েছে।

উপজেলা মৎস্য অফিসার ফারাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমি জানার পরেও পরীক্ষায় দায়িত্ব পালনের কারণে মাছটি দেখতে পারিনি।’

এদিকে মাছটি দেখতে ও কিনতে ভিড় জমায় স্থানীয়রা। তারা জানান, দুধকুমার নদে এই শুকনো মৌসুমে এতো বড় মাছ ধরা পড়বে তা আশ্চর্যজনক।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment