উইকেট শিকার থেকে মায়ের মৃত্যুসংবাদ

ক যেন রূপকথার কাহিনী! আইপিএল অভিষেকেই শিরোনামে ওয়েস্ট ইন্ডিজের ডানহাতি পেসার আলজারি জোসেফ৷ ১২ রান খরচ করে সানরাইজার্সের ৬টি উইকটে পেয়েছেন জোসেফ৷ আইপিএলের বারো মৌসুমের ইতিহাসে এটাই টুর্নামেন্টের সর্বকালীন সেরা বোলিং৷ তরুণ এই ক্রিকেটারকে নিয়ে যারা খোঁজখবর রাখেন তারা জানেন, শেষ তিন বছর আলজারির জীবন যেন রোলার-কোস্টার রাইড৷

ভারতে এসে প্রথম আইপিএল ম্যাচেই সুনাম অর্জন করলেন আলজারি৷ এই ভারতের বিরুদ্ধে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন তিনি৷ ২০১৬ সালে দেশের জার্সিতে ভারতের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল আলজারি জোসেফের৷

নিরপেক্ষ ভেন্যু আমেরিকার মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজ ২-০ জিতেছিল ভারত৷ সেই টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচে দেশের জার্সিতে অভিষেক হয় জোসেফের৷ অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ৩ উইকেট তুলে নিয়েছিলেন আলজারি৷ আন্তর্জাতিক ক্রিকেটে আলজারির প্রথম শিকার ছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি৷ পরের তিন বছরের ক্রিকেট ক্যারিয়ারে দেশের জার্সিতে সবমিলিয়ে ৯টি টেস্ট, ১৬টি ওয়ান ডে খেলেছেন তিনি৷

এটা যদিও হয় উত্তরণ, তবে জীবনে ধাক্কাও কম খেতে হয়নি৷ চলতি বছরেই ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচ চলাকালীন মায়ের মৃত্যু সংবাদে কেঁপে গিয়েছিলেন৷ যদিও খেলা থেকে মনোসংযোগ সড়াননি আলজারি৷

মায়ের মৃত্যুসংবাদ পাওয়ার পরদিনই মাঠে নেমে দেশকে ম্যাচ জেতানোর জন্য লড়াই চালিয়েছিলেন আলজারি৷ সেদিন ক্রিকেটের প্রতি প্যাশন, দেশের প্রতি দায়বদ্ধতার বিরল নজির দেখেছিল ক্রিকেটবিশ্ব। মায়ের মৃত্যুসংবাদ পেয়েও মাঠে নামা, উইকেট তুলে নেওয়া এমনকি দলের জয়ে গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছিলেন আলজারি জোসেফ। অ্যান্টিগায় ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের শেষদিন খেলা শুরুর আগে মায়ের মৃত্যুসংবাদ এসে পৌছেছিল এই ওয়েস্ট ইন্ডিজ ফাস্ট বোলারের কাছে।

সেদিন ক্রিকেট প্যাশনের কাছে হার মেনেছিল আবেগ৷ মায়ের মৃত্যু সংবাদও টলাতে পারেনি জোসেফকে। বরং মাঠে নেমে সাত ওভার বল করে ২টি মূল্যবান উইকেট তুলে নিয়েছিলেন। যার মধ্যে রয়েছে ইংল্যান্ড অধিনায়ক জো রুটের উইকেট। দু’টি উইকেটের পাশাপাশি একটি ক্যাচও তালুবন্দি করেছিলেন এই ক্যারিবিয়ান ক্রিকেটার। তাঁর বোলিংয়ের ভর করে দ্বিতীয় টেস্টে ১০ উইকেটে জয় তুলে নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।

 

 

 

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment