ফ্ল্যাটে দেহ ব্যবসা, পুলিশি অভিযানে ৫ নারী আটক

ফ্ল্যাটে দেহ ব্যবসা, পুলিশি অভিযানে ৫ নারী আটক

একটি ফ্ল্যাটে হানা দিয়ে মধুচক্রের পর্দাফাঁস করল পুলিশ। শনিবার ওই ফ্ল্যাট থেকে ২ অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয় পাঁচ মহিলা, যাদের মধ্যে একজন বাংলাদেশের।

জানা গেছে, উওমেনজ হেলপলাইন ১৮১ অভ্যামে ওই দুই অভিযুক্তের বিরুদ্ধে একটি ফোন আসে। বলা হয়, বিজয় ওরফে বজেন্দ্র গুপ্তা এবং আনন্না ওরফে এমতিজ শেখ, অন্য শহর থেকে মহিলাদের নিয়ে এসে দেহব্যবসার কাজে নামাচ্ছে। অভ্যামের আধিকারিকরা ভারতের গুজরাতের ভাদোদরার কারেলিবাগের পুলিশ স্টেশনে বিষয়টি জানান এবং তাঁদের সঙ্গে ওই ফ্ল্যাটটিতে উপস্থি হন। সেখানেই অভিযুক্তদের গ্রেফতার করে দেহব্যবসার কাজে যুক্ত মহিলাদের উদ্ধার করা হয়। খরব আনন্দবাজার।

পুলিশের মতে, বজেন্দ্র গুপ্তা ২ মাস আগে এখানে ভাড়াতে প্ল্যাটটি নেয়। সে এবং ওই মহিলারা একইসঙ্গে সেখানে থাকত। গ্রাহকদের চাহিদা মতো মহিলাদের প্রায়শই বিভিন্ন জায়গায় পাঠানো হত। উদ্ধার হওয়া মহিলাদের মধ্যে ২ জন কলকাতা, এজন থানে, আরেকজন মুম্বইয়ের।

কীভাবে এই দেহব্যবসার কাজ করে যাচ্ছিল, গ্রাহকদের নম্বর কীভাবে জোগাড় করছিল অভিযুক্তরা তাইই এখন খতিয়ে দেখছে পুলিশ। গুপ্তা এই ধরণের অপরাধমূলক কাজে আগেও জড়িত ছিল বলে মনে করছেন কারেলিবাগ পুলিশ স্টেশনের ইন্সপেক্টর আরএ জাদেজা। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment