ভোলায় কোটি টাকার তক্ষক নিয়ে বিতর্ক

ভোলার ধনিয়া নবীপুর এলাকার এক বসতবাড়ির বাগান থেকে একটি তক্ষক উদ্ধার করা হয়েছে। যার দাম কোটি টাকা। এলাকায় এই তক্ষকটি নিয়ে তর্কবিতর্কের সৃষ্টি হয়েছে। এ নিয়ে উত্তেজনাও দেখা দিয়েছে বলে জানা গেছে।

শনিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় পুলিশ ওই তক্ষকটি উদ্ধার করে থানায় নেওয়া হয়।

ভোলা থানার ওসি মো. ছগির হোসেন মিয়া বলেন, রবিবার (৭ এপ্রিল) বন বিভাগের মাধ্যমে অবমুক্ত করা হবে বলে। এটি দেখতে রাতে থানায় ভিড় জমে যায়।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত তক্ষকটি পরিপক্ব। চোখ দুটি লালচে সোনালি, গায়ের রঙ মাটির রঙের (ছাই) মতো। গায়ে বুটি দাগও রয়েছে। এসব প্রাণী সাধারণত পাহাড়ি এলাকায় দেখা যায়।

খবর পেয়ে বন রেঞ্জ অফিসার থানায় আসেন। তিনি তক্ষকটিকে পর্যবেক্ষণ করেন।

অন্যদিকে ভোলা থানার এসআই রফিকুল ইসলাম ফিরোজ বলেন, খবর পেয়ে তিনি ওই তক্ষকটি ইউপি চেয়ারম্যান এমদাদুল ইসলাম কবির মিয়ার পরিষদ অফিস থেকে উদ্ধার করেন। চৌকিদার ওমর ফারুক এটি পাহারা দিচ্ছিলেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান কাবির বলেন, এটি শুক্রবার রাতে ৮নং ওয়ার্ডের গুলি গ্রামের মাইনুদ্দিনের বাড়িতে পাওয়া যায়। এর পরে তক্ষকটি নিয়ে চলে টানাটানি, তর্কবিতর্ক।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment