‘প্রমাণিত হলো, দেশের সেনাকে ধোঁকা দিচ্ছেন মোদী’

আসন্ন ভারতীয় লোকসভা নির্বাচন নিয়ে রাজনৈতিক নেতাদের নিয়ে আলোচনা-সমালোচনা আর একে-অপরকে দোষারোপের যেন মহড়া শুরু হয়েছে। তবে রাফাল ইস্যু নিয়ে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুপ্রিম কোর্টে বিপাকে পড়তেই এবার বোমা ফাটালেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। মোদীকে চোর ও ধোঁকাবাজ আখ্যা দিয়ে তিনি টুইটারে একটি বার্তা দিয়েছেন।

ট্যুইট করে কেজরিওয়াল বলেন, ‘সুপ্রিম কোর্টের আজকের রায় প্রমাণ দিল, রাফেল নিয়ে মোদী জি চুরি করেছেন। উনি দেশের সেনাকে ধোঁকা দিয়েছেন। সুপ্রিম কোর্ট কে ভুল পথে চালিত করেছেন।

উল্লেখ্য, রাফাল মামলায় সুপ্রিম কোর্টের রায়ে জোর ধাক্কা খেয়েছে নরেন্দ্র মোদীর সরকার। রাফাল চুক্তির নথি নিয়ে কেন্দ্রের আপত্তিকে খারিজ করে দিল দেশটির শীর্ষ আদালত। ফাঁস হওয়া নথিকেই প্রামাণ্য হিসেবে মেনে নেওয়া হবে বলে জানিয়েছে দেশটির আদালত।

উল্লেখ্য, রাফাল চুক্তি নিয়ে কেন্দ্রকে ক্লিনচিট দিয়েছিল দেশটির শীর্ষ আদালত। এরপর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একাধিক নথি ফাঁস হয়ে যায় ভারতীয় সংবাদমাধ্যমে। যেখানে দাবি করা হয়, প্রধানমন্ত্রীর দফতর রাফাল চুক্তি নিয়ে যে সমান্তরাল সমঝোতা চালাচ্ছিল তাতে আপত্তি জানিয়েছিল প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই খবর প্রকাশিত হওয়ার পরই আদালতের রায় পুনর্বিবেচনার দাবিতে পরপর পিটিশন দাখিল হয়।

রায় পুনর্বিবেচনার আরজি নিয়ে আপত্তি জানিয়েছিল কেন্দ্রীয় সরকার। সরকারের যুক্তি ছিল, প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে চুরি গিয়েছে রাফাল নথি। সংবাদমাধ্যমে ফাঁস হওয়া নথি প্রামাণ্য হিসেবে যেন বিচার না করা হয়।

বুধবার প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ সেই আপত্তি খারিজ করে দিয়েছে। গগৈ ছাড়াও বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল ও কেএম জোসেফের বেঞ্চ সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment