ফেনীতে ‘গণপিটুনি’তে ৩ ডাকাত নিহত

ফেনীর দাগনভূঞা উপজেলায় গণপিটুনিতে তিনজন ডাকাত নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার মাতুভুইয়া ইউনিয়নের উত্তর আলীপুর গ্রামের বাগেরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ভোলার চরফ্যাশন উপজেলার জসিম উদ্দিনের ছেলে মো. সোহাগ। তবে নিহত আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আহত মনির হোসেন নামের এক ব্যক্তি গুরুতর আহত ।

দাগনভূঞাঁ থানার পরিদর্শক বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. সালেহ বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ডাকাতি করার সময় পাঁচজন ডাকাত ধরা পড়ে। এ সময় স্থানীয় লোকজন তাদের গণপিটুনি দেয়। পুলিশ খবর পেয়ে তাদের উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা যান। তবে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment