সাভারে গ্যাস সিলিন্ডারে ৪৬ হাজার ইয়াবা, আটক ২

সাভারে গ্যাস সিলিন্ডারে ৪৬ হাজার ইয়াবা, আটক ২

ঢাকার সাভারে এলপিজি গ্যাস সিলিন্ডারের ভেতরে অভিনব কায়দায় রাখা ৪৬ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এসময় জব্দ করা হয়েছে এলপিজি গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাকটি।

শুক্রবার দিনগত গভীর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রেডিও কলোনির স্ট্যান্ডের কাছ থেকে ট্রাকটি তল্লাশি করে পুলিশ।

আটককৃতরা হলেন কুমিল্লার মুরাদনগর থানার ফুলঘর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে ট্রাকচালক ঈসমাইল হোসেন (৩৮) ও কক্সবাজার সদর থানার দক্ষিণ তারাবানিয়ার চড় গ্রামের এমদাদুল হাসানের ছেলে মাহমুদুল হক (৩৫)।

ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, কক্সবাজার থেকে আশুলিয়ার উদ্দেশে ছেড়ে আসা একটি সিলিন্ডার বোতল ভর্তি ট্রাক রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে সাভারের রেডিও কলোনি এলাকায় আটক করা হয়।

এসময় ট্রাকটি তল্লাশি করে সিলিন্ডারের বোতলে অভিনব কায়দায় পাইপে রাখা প্রায় কোটি টাকা মূল্যের ৪৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক করা হয় চালকসহ দুজনকে।

এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment