পহেলা বৈশাখে জগন্নাথপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
পহেলা বৈশাখ বর্ষবরণ উপলক্ষ্যে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা  অনুষ্ঠিত হয়েছে।পহেলা বৈশাখ ১৪২৬ বাংলা শুভ নববর্ষ উদযাপন উপলক্ষে  রোববার সকাল ১০টায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে  এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে জগন্নাথপুর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।
উক্ত শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন প্রবীন রাজনীতিবিদ সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ,জগন্নাথপুর  উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মোঃ আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু মিয়া , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী, সাংবাদিক বাবু শংকর রায় সহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ। এছাড়াও শোভাযাত্রায় অংশ নেয় জগন্নাথপুর আর্ট স্কুল ও উদীচীর শিল্পী গোষ্টি সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
এদিকে দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও জগন্নাথপুর আর্ট স্কুলের সার্বিক সহযোগিতায় শিশু-কিশোরদের অংশ গ্রহনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment