জগন্নাথপুরে শিশু হত্যা মামলার  আসামী সহ তিন জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ 

মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
শিশু হত্যা মামলায় আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত পলাতক আসামী একরাম (২৫),পারভীন (৫০) ও মাদকসেবি শিমু(৫৫)কে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরন করেছে জগন্নাথপুর থানা পুলিশ।
থানা সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ হারুনুর রশীদ চৌধুরীর দিক নির্দেশনায় অত্র থানার এস আই মোঃ আতিকুল আলম খন্দকার এর নেতৃত্বে এসআই মোঃ রাজিব রহমান, এএসআই মোঃ মোশাহিদ মিয়া সহ এক দল পুলিশ গত ১৫ ই এপ্রিল জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর জগদীশপুর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে দিরাই উপজেলার জগদল গ্রাম নিবাসী মোঃ আকলু মিয়ার ছেলে শিশু হত্যা মামলায় আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত পলাতক আসামী মোঃ এমরান হোসেন (২৫)ও জগন্নাথপুর উপজেলার  জগদীশপুর গ্রাম নিবাসী মৃত মোঃ তমাই উল্লাহ’র মেয়ে পারভীন বেগম(৫০)কে গ্রেপ্তার করেন(মামলা নং সি আর ১৫৫/১৪( জগঃ)।কথিত আসামী  এমরান হোসেন ও পারভীন বেগম দীর্ঘদিন ধরে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে উল্লেখিত জগদীশপুর গ্রামে বসবাস করে আসছিল। এদিকে জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার এসআই মোঃ হাবিবুর রহমান -পিপিএম এর নেতৃত্বে এএসআই প্রনয় নাল জগন্নাথপুর বাজার এলাকায় মাদক উদ্ধার সহ বিশেষ অভিযান পরিচালনাকালে করে জগন্নাথপুর বাজারস্থ মাছ বাজারের সামন থেকে মদপানরত অবস্থায় মাতলামী করার প্রাক্কালে জগন্নাথপুর পৌর শহরের বাড়ী জগন্নাথপুর নিবাসী মৃত সুধীর চৌধুরীর ছেলে শিমু চৌধুরী (৫৫)কে গ্রেপ্তার করেন।কথিত মাদকসেবি শিমু চৌধুরীর বিরুদ্ধে জগন্নাথপুর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এএসআই প্রনয় নাল বলেন,গ্রেপ্তারকৃত শিশু হত্যা মামলার পলাতক আসামী এমরান, পারভীন ও মাদকাসক্ত শিমু চৌধুরীকে ১৬ই এপ্রিল রোজ মঙ্গলবার সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment