জামিন পেলেন হিরো আলম

সামাজিক মাধ্যমে হুট করেই ভাইরাল হওয়া হিরো আলম সম্প্রতি স্ত্রীর করা নারী নির্যাতন মামলায় গ্রেফতার হয়েছিলেন। বেশকিছুদিন কারাবাসে থাকার পর আজ বৃহস্পতিবার জামিনে মুক্ত হন তিনি।

বৃহস্পতিবার দুপুরে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার হিরো আলমের জামিন মঞ্জুর করেন। জামিন আবেদন শুনানিকালে হিরো আলমকে আদালতে হাজির করা হয়। এসময় তার স্ত্রী সুমি বেগমও আদালতে উপস্থিত ছিলেন।

স্ত্রীকে পেটানোর দায়ে করা মামলায় গত ৬ মার্চ হিরো আলমকে পুলিশ গ্রেফতার করে। এরপর ২৫ মার্চ হিরো আলমের জামিন শুনানিকালে বাদী তার শ্বশুর মামলা আপোষ করেছে মর্মে আদালতকে জানায়। এ সময় হিরো আলমের স্ত্রী সুমি বেগম আদালতে উপস্থিত থেকে স্বামীর জামিন প্রার্থনা করেন।

আদালত সেসময় তাদের বক্তব্য শুনে মামলার বাদী ও হিরো আলমের স্ত্রীকে ভৎসনা করেন। পরে আদালত হিরো আলমের জামিন না মঞ্জুর করে ১৮ এপ্রিল হিরো আলমকে আদালতে হাজির করার নির্দেশ দেন।

এ বিষয়ে হিরো আলমের আইনজীবী মাসুদার রহমান স্বপন বলেন, ‘হিরো আলমের জামিন শুনানিকালে তার স্ত্রী কোনো আপত্তি জানায়নি। বরং আদালতকে বলেছেন নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে মামলা করেছেন। এখন তিনি তার স্ত্রী তার সাথে আপোষ করে সংসার করার কথা বলেছেন।

তিনি আরও বলেন, আদালতে হিরো আলম উপস্থিত থাকলেও তার কোনো বক্তব্য আদালত শোনেননি।

উল্লেথখ্য, হিরো আলম সামাজিক মাধ্যমে মিউজিক ভিডিও বানিয়ে আলোচনায় আসেন। এরপর একটি সিনেমাতেও অভিনয় করেন। পাশাপাশি দেশ ও দেশের বাহিরে বেশকিছু শো করেছেন তিনি। এরপর জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে বেশ আলোচনার সৃষ্টি করে। এরপরই স্ত্রীকে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করা হয় হিরো আলমকে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment