মাশরাফির রেকর্ড ভাঙ্গলেন যাদব

২০০৯ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কোলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন মাশরাফি বিন মর্তুজা। এক ম্যাচ খেলেই আইপিএল ক্যারিয়ার শেষ হয়েছিল তার। ডেকান চার্জার্সের বিপক্ষে ভুলে যাবার মতো এক ম্যাচ খেলে আর সুযোগ পাননি আইপিএল খেলার। গতকাল শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে কুলদ্বীপ যাদব ভুলে যাবার মতো এক ম্যাচ খেলে মনে করালেন মাশরাফি বিন মর্তুজার পারফরম্যান্সকে।

২০১৩ সালের আগে পর্যন্ত কোলকাতার হয়ে রানের বিচারে সবচেয়ে বাজে বোলিং ফিগার ছিল মাশরাফি বিন মর্তুজার। ২০১৩ সালে রায়ান ম্যাকলারেন মাশরাফিকে দুইয়ে ঠেলে ওঠেন ১ নম্বরে। আর গতকাল মাশরাফিকে তিনে ঠেলে দুইয়ে নিজের নাম লিখলেন কুলদ্বীপ যাদব। নিশ্চিতভাবেই এতে আন্দরে মতো রেকর্ড করেননি কুলদ্বীপ।

আইপিএলে কোলকাতা নাইট রাইডার্সের হয়ে বাজে বোলিং ফিগার:

২/৬০- রায়ান ম্যাকলারেন, ২০১৩ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে
১/৫৯- কুলদ্বীপ যাদব, ২০১৯ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে
০/৫৮- মাশরাফি বিন মর্তুজা, ২০০৯ সালে ডেকান চার্জার্সের বিপক্ষে
১/৫৮- শিভাম মাভি, ২০১৮ সালে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে

কুলদ্বীপ যাদবের এই বাজে দিনে তাঁকে সবচেয়ে ভুগিয়েছেন মইন আলি। মইন আলিকে করা কুলদ্বীপের ১৬ বলে ফল ছিলো এরকম- ৬ ১ ১ ০ ৬ ৪ ০ ০ ১ ৪ ৬ ৪ ৬ ওয়াইড ৬ উইকেট।

মইন আলির ২৮ বলে ৬৬, ভিরাট কোহলির ৫৮ বলে ১০০ রানের সুবাদে কোলকাতার ইডেন গার্ডেন্সে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৩ রান তুলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment