‘রমজানে চাল-ডাল-আদার দাম আর বাড়বে না’ বললেন ব্যবসায়ীরা

রাজধানীর পাইকারি বাজারে মিনিকেট ছাড়া কেজিতে ২ টাকা বেড়েছে সবধরনের চালের দর।অস্বাভাবিকভাবে কেজিতে ১০ টাকা বেড়েছে পোলাও চালের দরও। এ জন্য ভারতীয় চালের আমদানি কম হওয়া এবং নতুন ধানের ফলন খারাপ হওয়াকেই দুষছেন পাইকাররা। দর বেড়েছে আদা-রসুন এবং সবধরনের ডালেরও। তবে রমজানকে কেন্দ্র করে সব ধরনের পণ্যের যথেষ্ট মজুদ থাকায় দাম আর বাড়বে না বলে জানান ব্যবসায়ীরা। সময় টিভি

গেল মাস থেকেই কমতে থাকা চালের বাজারে হঠাৎ করেই পল্টে যায়। পাইকাররা বলছেন, মিনিকেট ছাড়া সবধরনের চালের দর কেজিতে বেড়েছে ২ টাকা। নতুন ফলনে আশানুরুপ ধান না পাওয়াকেই দুষছেন তারা। শবে বরাত সামনে রেখে পোলাওর চালে কেজিতে ১০ টাকা বেড়েছে বলে জানান তারা।

চালের মতোই দর বেড়েছে আদা-রসুনের। কেজিতে ৫ টাকা আদা রসুনের দর বাড়লেও স্থিতিশীল রয়েছে পেঁয়াজের দাম। শবে বরাতের অজুহাতে হঠাৎ করেই বেড়েছে সবধরনের ডালের দর। মানভেদে কেজিতে ৫ টাকা পর্যন্ত বেড়েছে ডালের দাম। তবে রমজানে দাম না বাড়ার আভাস দিলেন পাইকাররা।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment