ইস্টার সানডের প্রার্থনায় শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলা, নিহত ৪২

শ্রীলঙ্কায় খ্রিষ্টানদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে উদযাপনকালে কয়েকটি গির্জা ও হোটেলে সিরিজ বোমা হামলায় কমপক্ষে ৪২ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ৩ শতাধিক মানুষ। আজ রোববার সকালে এসব বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এরইমধ্যে ২৮০ জনকে জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

পুলিশ বলছে, রাজধানী কলম্বো ও আশেপাশের এলাকায় ছয়টি বোমা বিস্ফোরণ চালানো হয়েছে। বিস্ফোরণের লক্ষ্যবস্তু ছিলো কোচিকারে, কাটুয়াপিটিয়া, বাত্তিকালোয়া চার্চ । এ ছাড়া, শহরের সাংগ্রি লা, কিংসবারি এবং সিনামন গ্র্যান্ড হোটেলেও জোরালো বিস্ফোরণ ঘটানো হয়।

তবে ঠিক কি কারণে এ বিস্ফোরণগুলো ঘটেছে এ বিষয়ে প্রাথমিকভাবে কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment