ফারমার্সের পর নাম বদলাতে চায় এনআরবি গ্লোবাল ব্যাংকও

ফারমার্স ব্যাংকের পর এবার নতুন প্রজন্মের এনআরবি গ্লোবাল ব্যাংকও নাম বদলাতে চায়। এরই মধ্যে বাংলাদেশ ব্যাংকের কাছে নাম পরিবর্তনের আবেদনও করেছে ব্যাংকটি। এর আগে আলোচিত ফারমার্স ব্যাংক এ বছরই নাম পরিবর্তন করে পদ্মা ব্যাংক নামে কার্যক্রম শুরু করেছে। বাংলাদেশ ব্যাংকের কাছে করা আবেদনে ‘এনআরবি’ শব্দ বাদ দিয়ে ‘গ্লোবাল ব্যাংক অব বাংলাদেশ’ নামে কার্যক্রম চালাতে চাচ্ছে ব্যাংকটি। বাংলা ট্রিবিউন

এ প্রসঙ্গে এনআরবি গ্লোবাল ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত বলেন, ‘এনআরবি নামে দেশে তিনটি ব্যাংক রয়েছে। ফলে মানুষের মধ্যে এটা নিয়ে এক ধরনের কনফিউশন তৈরি হয়েছে। এতে আমরা গ্রাহকও হারাচ্ছি। যে কারণে আমাদের ব্যাংকের নাম থেকে এনআরবি শব্দটা বাদ দিতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে আবেদনও করা হয়েছে।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, ‘বেশ কয়েকটি দিক বিবেচনায় এনআরবি গ্লোবাল ব্যাংকের লাইসেন্স দেয়া হয়েছিলো। এখন ব্যাংকটির নাম পরিবর্তন করার যে আবেদন করেছে সেটি বাংলাদেশ ব্যাংক থেকে পর্যালোচনা করে দেখা হচ্ছে। ব্যাংকটির বিষয়ে বাংলাদেশ ব্যাংকের বোর্ডসভায় সিদ্ধান্ত হবে।’

প্রবাসীদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় এনআরবি গ্লোবাল ব্যাংক। বৈদেশিক মুদ্রার রিজার্ভ গঠনে প্রবাসী বাংলাদেশিদের অবদান এবং দেশে তাদের বিনিয়োগের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ২০১২ সালে এই ব্যাংকের লাইসেন্স দেয় বাংলাদেশ ব্যাংক। লাইসেন্স দেয়ার ক্ষেত্রে নীতিমালা প্রণয়ন করা হয়। নীতিমালায় এনআরবি শব্দ যুক্ত করে বিশেষ কিছু শর্তারোপ করা হয়। যাতে বৈদেশিক বাণিজ্য ও রেমিট্যান্স আহরণেও এসব ব্যাংক বিশেষ অবদান রাখতে পারে। কিন্তু এসব উদ্দেশ্যের কোনোটিই প্রত্যাশা অনুযায়ী বাস্তবায়ন করতে পারেনি। প্রথাগত ব্যাংকিংয়ের মধ্যেই কার্যক্রম সীমাবদ্ধ রেখেছে প্রবাসীদের উদ্যোগে প্রতিষ্ঠিত এই ব্যাংক।

এ প্রসঙ্গে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষক ও অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখত বলেন, নাম ও ‘লোগো’ বদল করা ব্যাংকের এক ধরনের মার্কেটিং স্ট্র্যাটেজি। গ্রাহকদের মনোযোগ আকর্ষণ করাই এর লক্ষ্য। তিনি ফারমার্স ব্যাংকের উদাহরণ দিয়ে বলেন, ‘নাম বদল করাতে ওই ব্যাংকটি (ফারমার্স) এখন ঘুরে দাঁড়াতে শুরু করেছে।’

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment