ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় কয়েকজন সৌদি ভাড়াটে নিহত

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ সমর্থিত সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের কয়েকজন ভাড়াটে সেনা মারা গেছে। এ হামলায় আরো কয়েক ডজন ভাড়াটে সেনা আহত হয়েছে।

ইয়েমেনের একটি সামরিক সূত্র নাম প্রকাশ না করার শর্তে আল-মাসিরা টেলিভিশন চ্যানেলকে বলেছেন, ইয়েমেনি সেনারা ও তাদের মিত্র হুথি যোদ্ধারা স্বল্প পাল্লার জিলজাল-১ ক্ষেপণাস্ত্র দিয়ে গতকাল (রোববার) সৌদি আরবের কাতাবা এলাকায় হামলা চালায়। তবে এ হামলায় কতজন সৌদি ভাড়াটে সেনা নিহত হয়েছে তা সুনির্দিষ্ট করে জানা যায় নি।

এর একদিন আগে ইয়েমেনের সেনারা সৌদি আরবের একটি ড্রোন ভূপাতিত করে। ড্রোনটি সৌদি আরবের নাজরান প্রদেশের সীমান্তে পড়ে। ড্রোনটি ওয়াদি আল-আবু জাব্বারেহ এলাকায় মিশন পরিচালনার সময় ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের কবলে পড়ে।

এছাড়া, শনিবার ইয়েমেনি সেনারা সৌদি আরবের জিজান প্রদেশের ইস্তিকবাল ঘাঁটিতে হামলা চালায়। ওই হামলায়ও বেশ কয়েকজন ভাড়াটে সেনা হতাহত হয়।
ইয়েমেন সম্প্রতি দেশীয় প্রযুক্তিতে নতুন বাদ্র-এফ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment