জগন্নাথপুরে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বোরো ধান কাটার উৎসব পালিত

মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

জগন্নাথপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বোরো ধান কাটার উৎসব কর্মসুচি পালিত হয়েছে। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসন, কৃষি ও খাদ্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের বুধরাইল গ্রাম পার্শ্ববর্তী হোমরার হাওরে ২১ শে এপ্রিল রোজ রবিবার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বোরো ধান কাটার উৎসব পালিত হয়েছে।এই কর্মসুচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুল আলম মাসুম। এ সময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু মিয়া , সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, জগন্নাথপুর সাংবাদিক বাবু শংকর রায়, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ধীরাজ নন্দী চৌধুরী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আহসান উল্লাহ, কৃষি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা তপন শীল সহ এলাকার গন্যমান্য ব্যক্তিরর্গ সহ কৃষক বৃন্দ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment