শ্রীলঙ্কার কলম্বো বিমানবন্দরে ৬ ফুট ‘পাইপ বোমা’ উদ্ধার

সিরিজ হামলার রেশ কাটতে না কাটতেই শ্রীলঙ্কার কলম্বো বিমানবন্দরের কাছ থেকে একটি শক্তিশালী বোমা উদ্ধার করা হয়েছে। বিমানবন্দরের মূল গেইটের কাছে বোমাটি পাওয়া যায়। বিমানবাহিনী বলছে, রাস্তার ধারে ছয় ফুট লম্বা পাইপের ভেতর বোমাটি রাখা হয়েছিল।

পুলিশের একটি সূত্র এএফপিকে জানায়, গতকাল রোববার রাতের দিকে ঘরে তৈরি ওই পাইপবোমা পাওয়া যায়। বিমানবন্দরের মূল টার্মিনালের দিকে যাওয়ার রাস্তায় বোমাটি রাখা হয়েছিল। পুলিশের সূত্র বলছে, এটি ছিল ঘরে তৈরি বোমা। পাইপের মধ্যে বিস্ফোরক রাখা ছিল।

বিমানবাহিনীর মুখপাত্র গ্রুপ ক্যাপ্টেন গিহান সেনেভিরাতনে বলেন, স্থানীয়ভাবে আইইডি তৈরি করা হয়েছে বলে তাঁদের ধারণা।

রোববার খ্রিষ্টানদের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডেতে শ্রীলংকার তিন গির্জা ও তিন হোটেলসহ মোট আটটি জায়গায় সিরিজ বোমা হামলা চালানো হয়েছে। হামলায় ৩৫ বিদেশিসহ অন্তত ২৯০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচ শতাধিক।

এই ঘটনায় এখন পর্যন্ত ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। কোনো জঙ্গি বা বিচ্ছিন্নতাবাদী সংগঠন হামলার দায় স্বীকার না করায়, এখন পর্যন্ত বিষয়টি পরিষ্কার হয়নি কারা এই ঘটনায় জড়িত।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment