‘বনলতা এক্সপ্রেস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা-রাজশাহী রুটে বিরতিহীন ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

তবে উদ্বোধন হলেও বাণিজ্যিকভাবে ট্রেনটি যাত্রী পরিবহন শুরু করবে আগামী শনিবার।

বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) খন্দকার শহীদুল ইসলাম জানান, ট্রেনটি উদ্বোধনের পর ঠিকমতো ঢাকায় যেতে পারে কি না, তা যাচাইয়ের জন্য টেকনিক্যাল লোকজন সহকারে ট্রেনটি ঢাকার উদ্দেশে পাঠানো হবে। দেখার জন্য গণমাধ্যমকর্মীরাও যেতে পারবেন। ট্রেনটিতে ভ্রমণে কোনো সমস্যা হচ্ছে কি না, সেটি যাচাইয়ের জন্য এ ব্যবস্থা।

রাজশাহীবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষার এই বিরতিহীন ট্রেনের বগি আনা হয়েছে ইন্দোনেশিয়া থেকে। পাওয়ার কারসহ ১২টি বগিতে মোট আসন থাকছে ৯’শ ২৮টি। ওয়াইফাই ইন্টারনেট, আরামদায়ক আসন, এলইডি মনিটরে প্রয়োজনীয় তথ্য সরবরাহসহ যাত্রীরা পাবেন নানা সুবিধা। তবে যাত্রীদের টিকিটের সাথে খাবারের জন্য বাড়তি টাকা গুণতে হবে।

শোভন চেয়ার শ্রেণিতে বাধ্যতামূলক খাবারের ১৮০ টাকাসহ টিকিটের দাম ৫৫৫ টাকা। এসি চেয়ার স্নিগ্ধা কোচে গুণতে হবে ৯০৫ টাকা।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment