সিলেটে বোরো ধান কাটার ধুম

সিলেটের হাকালুকি, মুড়িয়া হাওরসহ বিভিন্ন উপজেলায় বোরো ধান কাটার ধুম পড়েছে। ফসল কেটে মাড়াই দিয়ে ধান শুকাতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা।

সিলেটে এবার ৭৯ হাজার ৭০৯ হেক্টর জমিতে বোরো ধান চাষাবাদ করা হয়। সিলেটের হাকালুকি পাড়ের ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ, ওসমানী নগর ও বিয়ানীবাজারের মুড়িয়া হাওর ছাড়াও বেশ্বনাথ, বালাগঞ্জ, জকিগঞ্জ উপজেলায় বোরো আবাদ হয়।

সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. ইলিয়াস বলেন, এবার সিলেটে বোরোর ফলন ভালো হয়েছে। ধান টাকা শেষ পর্যায়ে। ২-৩ সপ্তাহের মধ্যে বোরো ধান কাটা শেষ হয়ে যাবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment