আদমদীঘির সান্তাহারে স্বর্ণের দোকানে চুরি করতে এসে চোর আটক !! উত্তম মাধ্যম দিয়ে ফাঁড়ি পুলিশে সোপর্দ

স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর এলাকার ১নং রেলগেট সিএনজি স্টান্ড সংলগ্ন সুলতান মার্কেটে রিমঝিম জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকানে গত শুক্রবারদিবাগত রাতে চুরি করতে গিয়ে দোকানের মধ্যে আটকা পড়ে সাগর (২০) নামের এক চোর। সেবগুড়ার সুইপার কলোনীর মৃত মঞ্জুর ছেলে বলে জানায়। চুরির সময় সে আটকা পড়লেও দুই চোরকৌশলে চুরি করে পালিয়ে যায়।আটককৃত চোর সাগর জানায়, শুক্রবার রাত ১১টায় বগুড়া থেকে করতোয়া ট্রেন যোগে সান্তাহারএসে নামি। এরপর সান্তাহারের সোহেল ও রাসেলকে সাথে নিয়ে স্টেশনের ওভার ব্রিজের ওপর উঠেপরিকল্পনা মাফিক গভির রাতে ওই সোনার দোকানে টিনের চালা কেটে তারা আমাকে দোকানের ভেতরনেমে দেয়। দোকানের চাল উচু থাকায় চুরি করে আর বের হতে পারিনি। এজন্য দোকানের গ্লাস,সোকেস ও ক্যাশ বাক্স ভেঙে উচু করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে বার্থ্য হয়ে দোকানের মধ্যে বসেথাকি। দোকান মালিক হায়দার জানায়, শনিবার সকালে আমার ছোট ভাই শাহাজাহান দোকান খুলেদেখতে পায় একটা লোক দোকানে জরোসড়ো হয়ে বসে আছে। তাকে দেখে সে চিৎকার করেওঠে,চিৎকার শুনে পার্শ্ববর্তী দোকানিরা এসে চোরকে রশি দিয়ে বেঁধে ফেলে। উত্তম মাধ্যম দিয়েসান্তাহার ফাঁড়িতে খবর দিলে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়। এঘটনায় আমার দোকানথেকে ১০আনা স্বর্ণ ও ১০ভরি চাঁদি চোরেরা চুরি করে নিয়ে যায়। এব্যাপারে সান্তাহার পুলিশফাঁড়ির পরিদর্শক আনিসুর রহমান জানায়, চোরেরা চুরির জন্য চেষ্টা করছিলো তবে চুরি করতেপারেনি। চুরির সাথে জড়িতদের গ্রেফতারের জন্য জোর তৎপরতা চালানো হচ্ছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment