মধ্যরাতে বিএনপি ভাঙ্গনের প্রক্রিয়া শুরু

মধ্যরাতে বিএনপি ভাঙ্গনের প্রক্রিয়া শুরু

ফখরুল ইসলাম আলমগীরের সংবাদ সম্মেলনের পর বিএনপির স্থায়ী কমিটির কয়েকজন সদস্য মিলে ড. খন্দকার মোশাররফ হোসেনের বাসায় বসেছেন। এই বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তারেক জিয়ার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করা হয়েছে। ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন ব্যারিষ্টার মওদুদ আহমেদ, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাসসহ আরো কয়েকজন নেতৃবৃন্দ।

বৈঠক সূত্রে জানা গেছে যে, তারেক জিয়ার হটকারী এবং দলের জন্য আত্মঘাতী সিদ্ধান্তের তীব্র সমালোচনা করা হয়েছে। এবং বিএনপিকে বাচাতে বিকল্প চিন্তাভাবনা করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বৈঠকে বলা হয়েছে, ড. কামাল হোসেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যোগসাজশে তারেক জিয়ার মাধ্যমে বিএনপির কবর রচনার ষড়যন্ত্র হিসেবেই ৫ জন সংসদ সদস্য শপথ নিয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর কলকাঠী নাড়িয়েছেন। তারেক জিয়া বিভিন্ন লোভে এই সিদ্ধান্তের সম্মতি জানিয়েছেন।

বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, এরকম আত্মঘাতী সিদ্ধান্ত বিএনপি মানবে না। বিএনপির তৃনমূলের আকাংখার সঙ্গে সম্মতি রেখে এর বিরুদ্ধে স্বোচ্ছার হবে বিএনপি। সে লক্ষ্যে আগামী দুয়েকদিনের মধ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভা আহ্বানেরও সিদ্ধান্ত নেয়া হয়েছে এই বৈঠকে।

স্পষ্টটই এই বৈঠকের মাধ্যমে বিএনপির বিভক্তি চুড়ান্ত হলো। তবে এই বিভক্তিতে জিয়া পরিবার কোন পক্ষে থাকবে সেটাই দেখার বিষয়।

সূত্র: বাংলা ইনসাইডার

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment