নারী কেবল মাংসপিণ্ড নয় এ প্রতিপাদ্যে নির্মিত ‘পুরুষাতঙ্ক’ ছবির প্রদর্শনী সাউথ এশিয়ান উৎসবে

অপরাজিতা সংগীতা পরিচালিত ‘পুরুষাতঙ্ক’ চলচ্চিত্রটি ইতোমধ্যে ইংল্যান্ডসহ-বিদেশে কয়েকটি ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে।

নির্মাতা জানান, সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে আজ ২৯ মার্চ এবং সিলেট ফিল্ম ফেস্টিভ্যালে ৩১ মার্চ প্রদর্শিত হবে ‘পুরুষাতঙ্ক’।
সারা দুনিয়ায় প্রতিনিয়ত বাড়ছে নারী নির্যাতন। এই পরিস্থিতিতে একজন নারী কিভাবে বেঁচে থাকে বা বেঁচে থাকার সংগ্রাম করে পুরুষতান্ত্রিক সমাজে। সেই গল্পটাই স্বল্প পরিসরে বলার চেষ্টা করা হয়েছে ‘পুরুষাতঙ্ক’ ছবিটিতে।

ক্রিয়েটিভ প্রমোশনসের ব্যানারে নির্মিত পুরুষাতঙ্ক চলচ্চিত্রে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, নুসরাত জাহান খান নিপা, সৈয়দ জামাল, মামুনুর রশিদ, শুভ হাসান, সিকদার ডায়মন্ড।

‘পুরুষাতঙ্ক’ চলচ্চিত্রের নির্মাণ প্রসঙ্গে পরিচালক অপরাজিতা সংগীতা বলেন নারী কেবল মাংসপিণ্ড নয়। নারীও পুরুষের সমান একজন মানুষ। এবং একজন মানুষের নিরাপদে বেঁচে থাকা তার মৌলিক অধিকার। নারী পুরুষের একটি মানবিক, সহানুভূতিশীল ও সমতার সমাজের দাবির গল্পই হচ্ছে ‘পুরুষাতঙ্ক’।

অপরাজিতা সংগীতার পরবর্তী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রিভোল্ট (দ্রোহ)’ নির্মাণাধীন আছে। নারী ও তার যাপিত জীবনের বাকস্বাধীনতাহীন বাস্তবতার গল্প ‘রিভোল্ট’। রিভোল্ট চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সানজিদা প্রীতি। সিনেমাটোগ্রাফি করেছেন অপু রোজারিও।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment