জগন্নাথপুরে “বিএমএসএফ”এর র‌্যালী ও আলোচনা সভা 

মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
জাতীয় গণমাধ্যম সপ্তাহ (১-৭মে) উপলক্ষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে  ৩য় জাতীয় গণমাধ্যম সপ্তাহ(১-৭ম)২০১৯ উদযাপন উপলক্ষে  সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা শাখা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)এর উদ্যোগে ১লা মে বুধবার দুপুরে  একটি র‌্যালী জগন্নাথপুর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌর পয়েন্টে এসে আলোচনা সভায় মিলিত হয়। উক্ত সভায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)  জগন্নাথপুর উপজেলা শাখার আহবায়ক শাহ এস এম ফরিদ এর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মোঃ হুমায়ুন কবীর ফরীদি’র পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) জগন্নাথপুর উপজেলা শাখার সম্মানিত উপদেষ্টা জগন্নাথপুর প্রেসক্লাব এর সভাপতি মোঃ জহিরুল ইসলাম লাল, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ঢাকা মানবিক সোসাইটির সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক ও জগন্নাথপুর উপজেলা শাখা বিএমএসএফ এর যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মোঃ গোলাম সারোয়ার, মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ আবুল ফজল।
সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাব এর সাধারন সম্পাদক মোঃ জামাল হোসাইন। স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাব এর সাধারন সম্পাদক মোঃ জুয়েল আহমদ।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক আমাদের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি গোবিন্দ দেব,জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাব এর মহিলাএ সম্পাদক আরজিনা খানম, আলো রক্তদান সমাজ কল্যাণ সংস্থার উপজেলার সাধারন সম্পাদক শাহ আলম আল তাহিদ, বাজার ব্যবসায়ী সুজন আহমদ শুভ।
এসময় বাজার ব্যবসায়ী সাইফুল ইসলাম রনি, অনলাইন প্রেস ক্লাবের সদস্য সুজন আহমদ, রুম্মান আহমদ সহ গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রিয় স্বীকৃতির দাবী জানিয়ে বক্তরা তাদের বক্তব্যে বলেন,পেশাগত দায়িত্বপালনে মফস্বল এর সাংবাদিকরা প্রতিনিয়ত মামলা হামলা সহ নানা হুমকি দুমকির সমুক্ষীন হতে হয়। সকল ভয়ভীতি উপেক্ষা করে পেশাগত দায়িত্বপালন করে যাচ্ছেন। মফস্বল সাংবাদিক ফোরাম এর সকল দাবী বাস্তবায়ন করার জন্য জোর দাবি জানান।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment