ফণীর তাণ্ডবে রাস্তায় উল্টে গেল বাস (ভিডিও)

ফণীর তাণ্ডবে রাস্তায় উল্টে গেল বাস (ভিডিও)

ভারতের পূর্বাঞ্চলীয় ওড়িশায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে ১৭৫ কিলোমিটারের বেশি গতির বাতাসের শক্তি নিয়ে পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ফণী। বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল শক্তি সঞ্চয়কারী এই ঝড়ের তাণ্ডবে ওড়িশায় অন্তত ছয়জনের প্রাণহানি ঘটেছে।

শুক্রবার সকাল ৯টার দিকে ওড়িশার পুরীতে আছড়ে পড়ে ফণী। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৯৫ কিলোমিটার। রাজ্যের বিভিন্ন স্থানের ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ফণী। প্রবল এই ঘূর্ণিঝড়ের তাণ্ডবের বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বিশাল দীর্ঘকায় টাওয়ার মুহূর্তের মধ্যে দুমড়ে-মুছড়ে পড়ছে। ফণীর তাণ্ডবে ভেঙে পড়েছে মোবাইলের টাওয়ার। অপর একটি ভিডিওতে দেখা যায়, প্রচণ্ড বাতাসে বাড়ির ছাদের অস্থায়ী ছাউনি উড়ে যাচ্ছে।

ভিডিওতে দেখা যায়, ওড়িশার পুরীতে ঝড় ও বৃষ্টির চোটে ঘন অন্ধকার। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে জিনিসপত্র। একটি শহরের রাস্তায় দাঁড় করে রাখা বাস প্রবল বাতাসের ধাক্কায় উল্টে গড়াগড়ি খাচ্ছে।

ওড়িশা পুলিশের টুইটারে টুইট করা একটি ভিডিওতে দেখা যায়, পুলিশ কর্মকর্তারা ভেঙে পড়া গাছের ডাল টেনে সরিয়ে দিচ্ছেন। ইলেক্ট্রিক করাত দিয়ে গাছ কেটে সরানোর দৃশ্যও ক্যামেরাবন্দি হয়েছে ভুবনেশ্বর, পুরীর বিভিন্ন প্রান্তে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment