রংপুরে বাড়ি মালিকের বিদ্যুতের ফাঁদে প্রাণ গেল মা, মেয়ে, নাতনীর

রংপুরে চুরি ঠেকাতে ছাদের রেলিংয়ে দেয়া বিদ্যুৎ সংযোগে স্পৃষ্ট হয়ে শিশুসহ একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা সোয়া ১টায় রংপুর মহানগরীর চারতলা মোড় বনানীপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। বাড়ির মালিককে আটক করেছে পুলিশ। সময় টিভি

পুলিশ বলেন, নগরীর বনানীপাড়ায় এলাকায় ৩ তলা ভবনের ছাদে র‌্যালিংয়ে কাপড় শুকাতে যান ভাড়াটিয়া তানিয়া। এ সময় বিদ্যুস্পৃষ্ট হলে চিৎকার দেন তিনি। পরে তার শিশুকন্যা তাজমিয়া মাকে স্পর্শ করলে সেও বিদ্যুৎ স্পৃৃষ্ট হয়। তাদের দুজনকে বাঁচাতে তানিয়ার মা তাজমহল বেগম এগিয়ে গেলে একইভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

ফায়ার সার্ভিস তাদের উদ্ধার রংপুর মেডিকেলে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। চুরি ঠেকাতে ছাদের র‌্যালিংয়ে বিদ্যুৎ সংযোগ দেয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রতিবেশীরা। এ ঘটনায় বাড়ির মালিক সৈয়দ আলীকে আটক করেছে পুলিশ। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট মারা যাওয়ার ঘটনায় আমাদের তদন্ত চলছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment