রানওয়ে থেকে পিছলে ১৩৬ আরোহী নিয়ে নদীতে বিমান

কিউবার গুয়ান্তানামো বে থেকে আসা একটি মার্কিন বিমান ফ্লোরিডায় অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে সেন্ট জোনস নদীতে পড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। দুর্ঘটনার সময় বোয়িং ৭৩৭ বিমানটিতে ১৩৬ জন আরোহী ছিল। নদীতে পড়ে গেলেও বিমানের সব আরোহী বেঁচে আছেন বলে জানিয়েছেন জ্যাকসনভিলে শহরের মেয়র লেনি কারি। শহরের শেরিফের কার্যালয় থেকে জানানো হয়েছে, বিমানটির মধ্যে পানি ঢুকে পড়লেও তা ডুবে যায়নি।

জ্যাকসনভিলে বিমানবন্দরের এক মুখপাত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, গতকাল শুক্রবার রাত ৯টা ৪০ মিনিটের সময় বিমানটি নদীতে ছিটকে পড়ে। কিউবার গুয়ান্তানামো বে নৌঁঘাটি থেকে বিমানটি জ্যাকসনভিলে নৌঘাঁটিতে ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাটিতে অবতরণের সময় পিছলে গিয়ে নদীতে পড়ে যায় বিমানটি। কেন্দ্রীয় অ্যাভিয়েশন প্রশাসনের সাবেক এক পরিদর্শক ডেভিড সোসি জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত বিমানটি একটি ভাড়া করা বিমান ছিল বলে মনে করা হচ্ছে। এদিকে বিমানটি পানিতে পড়ার পর নৌবাহিনী ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে বলে জানিয়েছেন জ্যাকসনভিলে নৌঘাঁটির বিমানবন্দরের এক কর্মকর্তা।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment