বগুড়ার শেরপুরে ডিজিটালনিরাপত্তা আইনে মামলা ॥তিন বখাটে আটক

শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শেরপুরে জামুর এলাকায় কৌশলে ছাত্রীর অশ্লিল ভিডিও ধারন করেমোবাইল ম্যাসেঞ্জারে ভাইরাল করায় গত শুক্রবার রাতে ডিজিটাল আইনে মামলারপ্রেক্ষিতে বখাটে ছাত্র মো. নাইম হোসেন (১৬), মো. রাশেদ খান (২০) ওমো. শাহ আলম (১৬) কে আটক করেছে থানা পুলিশ।জানা যায়, উপজেলার কুসুম্বী ইউনিয়নের দক্ষিন জামুর গ্রামের গোলামরব্বানীর ছেলে নাইম হোসেন একই ইউনিয়নের দারুগ্রাম গ্রামের খন্দকাররুহুল আমিন বুলবুলের মেয়ে জামুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসিপরীক্ষার্থীকে বিভিন্ন সময় কু-প্রস্তাবসহ বিরক্ত করে আসছিল। এদিকেদক্ষিন জামুর গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে শাহ আলম বেশ কয়েকদিনআগে ওই ছাত্রীর সাথে নিজের আপত্তিকর ছবি মোবাইল ফোনে উঠায়। সেইছবি কৌশলে শাহ আলম, নাইম, রাশেদ খান ও মনির খান বিভিন্ন জনেরফেসবুক ম্যাসেঞ্জারে পাঠিয়ে ভাইরাল করে। এমনকি ওই ছাত্রীর দুলাভাইএনামুল হকের ফেসবুক আইডিতে পাঠিয়ে দিয়ে বিভিন্ন ধরনের হুমকিদিয়ে আসছে। এরই প্রেক্ষিতে গত শুক্রবার রাতে ছাত্রীর বাবা খন্দকার রুহুলআমিন বুলবুল বাদি হয়ে শেরপুর থানায় ৪ জনকে আসামী করে একটিডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরে শেরপুরথানা পুলিশের এসআই তন্ময় অভিযান চালিয়ে নাইম হোসেন, রাশেদ খান ওশাহ আলমকে তাদের গ্রাম থেকে আটক করে থানায় নিয়ে আসেন।এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর বলেন,আটককৃতদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment