‘সেজেগুজে আসতে পারি নাই দেখে আমাকে কমিটিতে রাখলেন না?’

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে স্থান না পেয়ে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার নেত্রী জারিন দিয়া (ক্যান্ডেল)।

তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য বলে ফেসবুকে জানিয়েছেন।

সোমবার ছাত্রলীগের ৩০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয়। তবে ছাত্রলীগের একটি অংশ এর বিরোধিতা করে। তারা কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ করে ঢাবি ক্যাম্পাসে।

কমিটিতে পদপ্রাপ্তরা দু’দফায় তাদের ওপর হামলা করে।

প্রথমে সন্ধ্যা ৬টার দিকে মধুর ক্যানটিনের বাইরে এবং পরে রাত ৮টার দিকে ভেতরে হামলা চালানো হয়।

প্রথম দফায় হামলার পর জেরিন দিয়া ৭টার দিকে ফেসবুকে তার ক্ষোভ প্রকাশ করেন।

ফেসবুকে তিনি লেখেন,

‘রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং গোলাম রব্বানী ভাই আপনাদের মধু ভর্তি মেয়ে লাগে। বড় বড় প্রোগ্রামে মেয়েদের মুখ না দেখলে তো আপনাদের মন ভরতো না।’ ‘শোভন ভাই আপনি একদিন আমাকে সবার সামনে বলছিলেন কি রে চেহারা সুন্দর আছে ; তো সেজে গুজে আসতে পারো না!’

‘আমি সেজে গুজে আসতে পারি নাই দেখে আমাকে কমিটি তে রাখলেন না??’

‘আপনারা যেসব মেয়েদের কমিটিতে রেখেছেন তারা কয়দিন থেকে রাজনীতি করে! আপা কি জানেন?? আর নিজে বিবাহিত বলে কমিটিতে দুনিয়ার বিবাহিত মেয়েদের রেখেছেন!!!’

‘অনেক তথ্য অপেক্ষা করছে আপনাদের জন্যে।’

‘এই বিবাহিত বিতর্কিত কমিটি মানি না ; মানবো ন…
আমার শ্রমের মূল্য দিতে হবে আপনাদের।’

[স্ট্যাটাসের বানানরীতি লেখকের নিজস্ব]

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment