ক্যারিবিয় শিবিরে দ্বিতীয় আঘাত হানলেন মিরাজ

ত্রিদেশীয় সিরিজে নিজেদের ফাইনাল নিশ্চিত করতে মাঠে নেমেছে টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিজেদের তৃতীয় ম্যাচ শুরু করেছে বাংলাদেশ। ডাবলিনের ম্যালাহাইডে দ্য ভিলেজে টস জিতে ব্যাটিং নিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডার।

এই ম্যাচে বাংলাদেশ দলের হয়ে অভিষিক্ত হচ্ছেন পেসার আবু জায়েদ চৌধুরী রাহি। আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন মোহাম্মদ সাউফউদ্দীন। ক্যারিবীয়রাও তাদের একাদশ থেকে শ্যানন গ্যাব্রিয়েলকে বাদ দিয়ে রেমন রেইফারকে নিয়েছে। বাংলাদেশ ওয়ানডে দলের ১৩৩তম ক্রিকেটার হিসেবে লাল-সবুজ জার্সি পরলেন আবু জায়েদ রাহী।

ব্যাটিংয়ে নেমে অ্যামব্রিসের মারকুটে ইনিংসে ভালোই রান আসতে থাকে। কিন্তু পঞ্চম ওভারে মাশরাফির বলে স্লিপে ক্যাচ তুলে দেন সুনীল অ্যামব্রিস। সৌম্য সরকারের তালুবন্দি হয় বলটি। আর মাত্র ২৩ রানে অ্যামব্রিসকে সাঝঘরে ফিরে যেতে হয়। এরপর ড্যারে ব্রাভো এসে মারকুটে খেলতে লাগলেও মিরাজের স্পিন ঘূর্ণিতে উইকেট হারান ব্রাভো। ৬ রানেই প্যাভিলিয়নে ফিরেন ব্রাভো।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment