রাজশাহীতে ট্রেন লাইনচ্যুত, ইঞ্জিনে আগুন

রাজশাহী স্টেশনে একটি ট্রেন লাইনচ্যুত হলে এ সময় ট্রেনের ইঞ্জিনে আগুন জ্বলে উঠে। পরে সাথে সাথে আগুন নেভানো হয়। আজ বুধবার (১৫ মে) সকারে দিকে রাজশাহী রেল স্টেশনে একটি ট্রেন লাইনচ্যুত হলে এ আগুন লাগার ঘটনা ঘটে।

জানা যায়, রাজশাহী স্টেশন থেকে আজ বুধবার সকালে রাজবাড়ীর উদ্দেশে মধুমতি এক্সপ্রেস ট্রেন ছেড়ে যাওয়ার সময় এর পাওয়ার কারটি লাইনচ্যুত হয়। অন্য একটি ট্রেনের ইঞ্জিন দিয়ে পাওয়ার কার পরিবর্তন করার সময় ইঞ্জিনে আগুন জ্বলে উঠে। পরে দ্রুত আগুন নেভানো হয়। এ ঘটনার পর ৫৫ মিনিট দেরিতে স্টেশন ছেড়ে যায় ট্রেনটি।

এ বিষয়ে রাজশাহীর রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবদুল করিম জানান, প্রত্যেকদিন সকাল ৭টায় মধুমতি এক্সপ্রেস রাজবাড়ীর উদ্দেশে ছেড়ে যায়। ট্রেনটি পাশের লাইন থেকে মূল লাইনে আনার সময় এর পাওয়ার কার লাইনচ্যুত হয়।

তিনি আও জানান, আজ তিতুমীর এক্সপ্রেস ট্রেনে সাপ্তাহিক ছুটি ছিল। তারা তিতুমীরের পাওয়ার কার মধুমতিতে লাগানোর জন্য তিতুমীরের ইঞ্জিনটি চালু করলে ইঞ্জিনের ভেতর থেকে আগুনের শিখা বের হয়।

সাথে সাথে আগুন দিয়ে নেভানো হয়। এতে ইঞ্জিনের কোনো ক্ষতি হয়নি। ওই ইঞ্জিন দিয়েই পরে পাওয়ার কার বদল করে ৫৫ মিনিট দেরিতে মধুমতি ট্রেন যাত্রা শুরু করে রাজবাড়ীর উদ্দেশে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment