এবার আসছে মাহফুজুর রহমানকে নিয়ে গান

কেউ কেউ সমালোচনা করলেও তার অনেক ভক্তও গড়ে উঠেছে। যারা অপেক্ষায় থাকেন মাহফুজুর রহমানের গানের অনুষ্ঠানের জন্য। এমনটাই দাবি করেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান নিজেই। তাই আসন্ন ঈদে নতুন এক পরিবেশনা নিয়ে হাজির হচ্ছেন তিনি।

তবে এবার সেই ড. মাহফুজুর রহমানকে নিয়ে গান গাইলেন এক শিল্পী।  ‘আমাদের অন্তরে লেখা আছে তার নাম ড. মাহফুজুর রহমান, তার চিন্তায় মননে প্রেরণা পাই, খুঁজে পাই জীবনের দাম’- ড. মাহফুজুর রহমানকে নিয়ে এমন কথার একটি গান গেয়েছেন আমিরুল মোমেনীন মানিক।

‘বাতিঘর’ শিরোনামের গানটি লেখার পাশাপাশি সুরও করেছেন শিল্পী নিজেই। গানটির সংগীত পরিচালনা করেছেন রাজেশ। এখন গানটির ভিডিও তৈরির প্রস্তুতি চলছে। মানিক জানালেন, এই গানে মডেল হবেন ড. মাহফুজুর রহমান।

এ বিষয়ে ড. মাহফুজুর রহমান বলেন, ‘সাংবাদিকতার পাশাপাশি মানিক দারুণ গান করে। মূলত তার আগ্রহ ও উৎসাহের কারণেই গানের ভিডিওতে আমি পারফর্ম করছি। এই গানে আমার জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। এটিএন বাংলার কর্মীরা গানটিকে জীবন্ত করে তুলতে প্রাণান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

অন্যদিকে সংগীতশিল্পী মানিক বলেন, ‘এটিএন বাংলার প্রযোজনায় গানের ভিডিওটি তৈরির প্রস্তুতি চলছে। দেশের বাইরে শুটিং হওয়ার কথা রয়েছে। ভিডিও তৈরি হলেই এটি প্রকাশ করা হবে বিশেষ কোনো দিনে।’

মানিক আরও বলেন, ‘একসঙ্গে কাজ করতে গিয়ে ড. মাহফুজুর রহমান আমার কাছের মানুষ হয়েছেন। তার প্রতি মুগ্ধ হয়ে গানের কথাগুলো লিখেছিলাম। ড. মাহফুজুর রহমানের সংস্কৃতির প্রতি দরদ রয়েছে। তিনি শখের বশে নিজেই গান করছেন। এটাকে আমি স্যালুট করি। তিনি অনেকের জন্য অনুপ্রেরণা।’

২০১৬ সালে মাহফুজুর রহমান ‘হৃদয় ছুঁয়ে যায়’ শিরোনামে প্রথম একক গানের অনুষ্ঠান করেন। ২০১৭-এর ঈদুল ফিতরে প্রচারিত হয় তার গান নিয়ে অনুষ্ঠান ‘প্রিয়ারে’। একই বছর তার একক সংগীতানুষ্ঠান ‘স্মৃতির আলপনা আঁকি’ ব্যাপক আলোচিত হয়। গত বছর তার একক সংগীতানুষ্ঠান ‘বলো না তুমি কার’ এটিএন বাংলায় প্রচারিত হয়। জানা গেছে, আসছে ঈদেও নতুন গান নিয়ে আসবেন মাহফুজুর রহমান।

আপনি আরও পড়তে পারেন